Sunday, May 4, 2025

লর্ডসে হে.নস্থা অজি ক্রিকেটাররা, ব‍্যবস্থা নিল এমসিসি

Date:

Share post:

রবিবার দ্বিতীয় টেস্টে ইংল‍্যান্ডকে ৪৩ রানে হারাতেই অ‍্যাশেজে ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, পাট কামিন্স, জস হ‍্যাজলউডদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল‍্যান্ডের ব‍্যাটাররা। তবে ইংল‍্যান্ডের হয়ে একা লড়েছিলেন বেন স্টোকস। আর এই দিনই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে এমসিসি-র সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পঞ্চম দিন লর্ডসের লং রুমে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কয়েক জন সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হয় উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নারের। ক্রিকেটারদের ওপর চড়াও হয় তারা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ার অভিযোগ, তাদের ক্রিকেটারদের হেনস্থা করা হয়েছে। তদন্তের দাবিও করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর ঘটনার অভিযোগ উঠতে নড়েচড়ে বসে এমসিসি। জানা যাচ্ছে, ওই সদস্যদের ওপর ব‍্যবস্থা নিয়েছে তারা। এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লর্ডসে ঢুকতে পারবেন না ওই সমর্থকরা।

ঘটনার সূত্রপাত, ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট নিয়ে। তারপরই ঝামেলা। অজি ক্রিকেটাররা লং রুমে ঢুকতে গেলে, সেখানে এমসিসি সদস্য, যারা হলেন আবার ইংল‍্যান্ড সমর্থক। তারা চড়াও হন অজি ক্রিকেটারদের ওপর। নিজের প্রিয় মাঠ লর্ডসে এই ধরনের ঘটনার সম্মুখীন হবেন তা ভাবতে পারেননি খোয়াজা। ম্যাচ শেষে তিনি বলেন, “লর্ডসের সমর্থকদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল। কিন্তু রবিবার যা হল তা মেনে নেওয়া যায় না। ইংল্যান্ডের সমর্থকেরা যে ভাষায় কথা বলছিল, তা খুবই অসম্মানের। আমি সেটা মেনে নিতে পারিনি। তাই প্রতিবাদ করেছি। ওরা অন্যায় ভাবে আমাদের উপর দায় চাপাচ্ছিল। সেটা ঠিক না।”

এদিকে এই ঘটনার অভিযুক্ত সমর্থকদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিল এমসিসি। শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের। এই নিয়ে এমসিসি বিবৃতিতে জানায়,”লর্ডসের ঘটনায় ওই সদস্যদের শাস্তি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বরখাস্ত করা হয়েছে। লর্ডসে ঢুকতে পারবেন না ওই সমর্থকেরা। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

আরও পড়ুন:স্টোকসের বিরাট প্রশংসায় কোহলি, ইংল‍‍্যান্ড অধিনায়ককে নিয়ে কী লিখলেন বিরাট?

 

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...