Friday, December 19, 2025

NCP-তে ভাঙনে প্রভাব নেই বিরোধী জোট-বৈঠকে: নয়া দিন ঘোষণা করে জানাল কংগ্রেস

Date:

Share post:

মহারাষ্ট্র মহানাটকের জেরে পিছতে পারে বিরোধী জোট-বৈঠক- এই জল্পনা য়খন রাজনৈতিক মহলে তুঙ্গে তখনই নয়া দিন ঘোষণা করে কংগ্রেস বার্তা দিল NCP-র ভাঙনের প্রভাব পড়েনি BJP-বিরোধী জোটে। ১৭ ও ১৮ তারিখ- ২দিন ধরে বৈঠক হবে বেঙ্গালুরুতে। জানিয়ে দিলেন কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশ (Jayram Ramesh)।

পাটনায় বিরোধীদলের প্রথম বৈঠকের পর জানানো হয়, পরের বৈঠক হবে সিমলায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ১২ জুলাই বৈঠকের দিন স্থির হয়েছে। কিন্তু পরে এনসিপি নেতা শরদ পওয়ার জানান, ১৩-১৪ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠক হবে। কিন্তু হঠাৎ কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের বদলে আরেক কংগ্রেস শাসিত কর্নাটকে কেন বৈঠকের স্থান নির্বাচন করা হল? সূত্রের খবর, আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। কারণ, হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিত ভয়াবহ হচ্ছে। ভরা বর্ষায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এই আশঙ্কায় বৈঠকের স্থান পরিবর্তন করা হয়েছে। শৈল শহরের বদলে বেঙ্গালুরুতেই বৈঠক করা হবে।

কিন্তু এর পরেই রবিবার মহারাষ্ট্রে এনসিপিতে ভাঙনের পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, কেন্দ্র-বিরোধী জোট ধাক্কা খেল। লোকসভা ভোটের আগে তৃণমূল, কংগ্রেস, জেডিইউ, আরজেডি, সপা-সহ ১৫ টি দল মিলে যে জোটের প্রস্তুতি শুরু করেছিল তা আর পূর্ণতা পাবে না। এই জল্পনার মধ্যেই জেডিইউ নেতা কেসি ত্যাগী জানান, বিরোধী জোটের বৈঠক পিছিয়ে যাচ্ছে। তবে, শেষে সব জল্পনায় জল ঢেলে সোমবার দুপুরে টুইট করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। লেখেন, “মহারাষ্ট্রে বিজেপি ওয়াশিং মেশিন চালু হয়েছে গতকাল। তার ডিটারজেন্টের নাম IEC ( Income Tax, ED, CBI)। বিজেপির থেকে অনুপ্রাণিত হয়ে এর পরই অনেকে বলতে শুরু করেছিলেন যে বিরোধী ঐক্য ধাক্কা খেল। কিন্তু তাঁরা জেনে হতাশ হবেন, পাটনা পরবর্তী বৈঠক বেঙ্গালুরুতে। ১৭ ও ১৮ জুলাই- দুদিন ধরে হবে বৈঠক।”

আগামী লোকসভা নির্বাচনে দিল্লিতে পরিবর্তনের লক্ষ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার রণকৌশলকে সামনে রেখেই এগোচ্ছে বিজেপি-বিরোধী জোট। ২৩ জুন পাটনায় নীতীশ কুমারের বাসভবনে প্রথম বৈঠকে এই বিষয় নিয়েই প্রধানত চর্চা হয়। এই বৈঠকের শেষেই পরবর্তী বৈঠকের কথা সাংবাদিক বৈঠক করে জানানো হয়। কিন্তু এর মধ্যেই এনসিপি-তে ভাঙনে জোটের উপর প্রভাব ফেলবে বলে জল্পনা শুরু হয়। জেডিইউ নেতা কেসি ত্যাগীর কথায়, এনসিপি-তে ভাঙনে বৈঠকে প্রভাব ফেলবে বলে ধারনা হয়। শুধু তাই নয়, জেডিইউ নেতার মতে, এরপরে বাদল অধিবেশন রয়েছে। তারপরেই হবে, বিজেপি-বিরোধী জোটের বৈঠক। কিন্তু এর পরেই নিজেদের মধ্যে কথা বলে জোট প্রক্রিয়ায় থাকা নেতৃত্ব। এখন বৈঠক পিছলে ভুল বার্তা যেতে পারে, সেই কারণেই ১৭ ও ১৮ জুলাই বৈঠক হবে।

 

 

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...