Sunday, November 9, 2025

সরকারি জমিতে অ.বৈধ নির্মাণ! কুলপিতে আ.টক ISF প্রার্থীর স্বামী, অবরুদ্ধ ১১৭ নম্বর জাতীয় সড়ক

Date:

Share post:

সরকারি জমিতে জোর করে অবৈধ নির্মাণের (Illegal Building) অভিযোগ। পরে পুলিশ আইনি ব্যবস্থা নিতে গেলেই বাধে বিপত্তি। জানা গিয়েছে, কুলপির (Kulpi) আইএসএফ প্রার্থীর (ISF Candidate) স্বামীকে আটক করতেই ঘটনার সূত্রপাত। যার প্রতিবাদে সোমবার সকাল থেকে গায়ের জোরে ১১৭ নম্বর জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) যত এগিয়ে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্তে গায়ের জোরে অশান্তির চেষ্টায় আইএসএফ সহ বিরোধীরা। একের পর এক এমন ছবিই প্রকাশ্যে আসছে। তবে এদিন জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার ফলে চূড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের। সকাল থেকেই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই চরম ভোগান্তি নিত্যযাত্রীদের।

পুলিশ সূত্রে খবর, ধৃত মইনুদ্দিন শেখ দক্ষিণ ২৪ পরগণার কুলপির বাসিন্দা। ওই এলাকারই ২৮ নম্বর বুথের আইএসএফ প্রার্থী তাঁর স্ত্রী হাফিজা খাতুন। অভিযোগ, কুলপির কুণ্ডে এলাকায় পূর্ত দফতরের জমিতে অবৈধভাবে তিনি নির্মাণকাজ শুরু করেন। আর সেই অভিযোগ পেয়েই মইনুদ্দিন শেখকে আটক করে পুলিশ। সরকারি জমিতে অবৈধ নির্মাণ করা সত্ত্বেও পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেই বাঁধে বিপত্তি। এরপরই গায়ের জোরে আইএসএফ কর্মী-সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাগাড়িয়া মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে খবর পেয়ে কুলপি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে আইএসএফ জেলা নেতৃত্ব পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ওই অভিযুক্ত আইএসএফ কর্মীকে পুলিশ ছাড়ার পরেই ওঠে অবরোধ। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে নির্বাচন যত এগিয়ে আসছে তার আগে জোর করে রাজ্যকে অশান্ত করার চেষ্টার অভিযোগ উঠছে বিরোধীদের বিরুদ্ধে। একাধিক জায়গায় প্রার্থী দিতে না পেরেই এমন অশান্তির চেষ্টা বিরোধীদের। যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

 

 

spot_img

Related articles

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...