Wednesday, November 12, 2025

রাজনৈতিক প্রতিহিংসা! পঞ্চায়েত ভোটে অনুব্রতকে আটকাতেই গ্রেফতার: কেন্দ্রকে তুলোধনা মমতার

Date:

বীরভূমের প্রচারসভা থেকে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর কন্যার পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দুবরাজপুর সভা থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই যে অনুব্রতর গ্রেফতারি সেই অভিযোগ করেন মমতা।

ফোনের বক্তব্য থেকে তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে (Birbhum) যাওয়ার কথা থাকলেও পায়ের চোটের কারণে শেষপর্যন্ত ফোনেই সভা করেছেন মমতা। সভা থেকেই কেন্দ্রের মোদি সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু প্রমাণ তো করতে পারছে না।” মমতার অভিযোগ, “আটকে রাখা হয়েছে যাতে ও তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”

অনুব্রতহীন বীরভূমে (Birbhum) যে তিনি নজর রাখবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৃণমূল সভানেত্রী অভিযোগ করেছিলেন, ”ভোটে এলেই কেষ্ট কে নজরবন্দি করে রাখে কেন্দ্র।” গরুপাচার মামলায় প্রায় এক বছর জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। বর্তমানে তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেফতার বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল। এদিন সেই অভিযোগেই করলেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version