Saturday, November 29, 2025

মন্ত্রী পরিষদের বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর: রদবদলের সম্ভাবনা, খাঁ.ড়া ঝুলছে রাজ্যের ২ প্রতিমন্ত্রীর ঘাড়ে!

Date:

Share post:

মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার, সন্ধেয় এই বৈঠক। অন্য বৈঠকের থেকে এর পার্থক্য- এতে ক্যাবিনেট মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের পাশাপাশি ডাক পেয়েছেন প্রতিমন্ত্রীরাও। আর সেই থেকে জল্পনা মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী। সে ক্ষেত্রে বাংলার ২ প্রতিমন্ত্রীর ঘাড়ে কোপ পড়তে পারে বলে জল্পনা। ৫ রাজ্যের নির্বাচনকে পাখির চোখ করেই এই রদবদল করতে পারেন মোদি-শাহরা।

বাংলা থেকে এই মুহুর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৪ জন রয়েছেন।
• কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
• আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা- সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী
• বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার- শিক্ষা প্রতিমন্ত্রী
• বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর – বন্দর ও জাহাজ প্রতিমন্ত্রী
সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদল হলে বাংলা থেকে একাধিক প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন। তার বদলে কোনও নতুন মুখ মন্ত্রিসভায় স্থান পাবেন কি না তা স্পষ্ট নয়। সেক্ষেত্রে রাজ্য থেকে কেউ আসবেন কি না তা জানা যায়নি।

এর আগে বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী (Debashree Chowdhury)। কিন্তু একুশের বিধানসভা ভোটের পরে বাংলার নতুন চার সাংসদকে মন্ত্রী করে পরিস্থিতি সামাল দিতে চান মোদি-শাহরা। সে ঘটনার পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ ছিল বলে মত বঙ্গ বিজেপির।

তবে এবার নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) তুলনায় বাদ পড়ার সম্ভাবনা বেশি শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। কারণ, কদিন আগেই নিশীথের নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস করা হয়েছে। পাশাপাশি, নজরে জন বার্লাও আছেন বলে খবর। কারণ, উত্তরবঙ্গের ২ প্রতিমন্ত্রীর বদলে অন্য রাজ্যে কোনও বিজেপি সাংসদকে আনতে চাইছেন মোদি-শাহরা।

গত জুলাইয়ে মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন হয়। বাদ পড়েছিলেন প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ, হর্ষ বর্ধনের মতো ১২ জন মন্ত্রী। এর পরেও আইন মন্ত্রক থেকে কিরেন রিজিজুকে, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক থেকে মুখতার আব্বাস নকভিকে সরানো হয়েছে। তবে, এবারের রদবদল পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ও আগামী বছর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বলেই বিজেপি সূত্রে খবর। মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান- ভোট রয়েছে এই বছরই। সেখানে বিজেপির পায়ের তলায় মাটি শক্ত নয়। সেই কারণেই সেখান থেকে বেশি সংখ্যায় সাংসদ মন্ত্রিসভায় আনতে চাইছেন প্রধানমন্ত্রী। এদিনের মন্ত্রী পরিষদের এই বৈঠকের আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। সুতরাং মন্ত্রিসভায় রদবদলের পাশাপাশি বিজেপির সাংগঠনিক স্তরেও বেশ কিছু বদলের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে গুরু পূর্ণিমার সন্ধেয় হেভিওয়েট বৈঠকের দিকে নজর সারা দেশের।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...