Tuesday, November 11, 2025

রাজ্যপালের বি.রুদ্ধে এবার কমিশনে অ.ভিযোগ তৃণমূলের

Date:

Share post:

এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনের দারস্থ হল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিল তৃণমূল। সন্ত্রাস কবলিত এলাকায় বারবার যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারি গেস্টহাউস বা সার্কিট হাউসে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল। এইসব অভিযোগ নিয়েই রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল।

অভিযোগপত্রে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। অভিযোগ করা হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে সন্ত্রাস কবলিত এলাকায় সরোজমিনে যাচ্ছেন। সরকার ও কমিশনকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন রাজ্যপাল। কমিশনের বিরুদ্ধে অবাঞ্চিত মন্তব্য করছেন। পাশাপাশি রাজ্যে সমান্তরালভাবে সরকার চালাচ্ছেন রাজ্যপাল, দাবি তৃণমূলের।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহারের অভিযোগ করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, ‘কীভাবে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহার করতে পারে বিজেপি?’। ভোটের আবহে বারবার হিংসার ঘটনা ঘটায় বারবার কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসার ঘটনায় রাজভবনে পিস রুমও তৈরি করা হয়েছে। কখনও পুলিশকে তলব করেছেন। কখনও বিডিওর থেকে রিপোর্ট চেয়েছেন। এই ঘটনাগুলিকেই নিশানা করেছেন তৃণমূল। তৃণমূলের অভিযোগ, রাজ্যে নির্বাচনের যাবতীয় দায় ও দায়িত্ব ন্যস্ত থাকে রাজ্য নির্বাচন কমিশনারের উপর। তিনিই সব সিদ্ধান্ত নেন। কিন্তু সেই জায়গায় রাজ্যপাল যেমন বিভিন্ন এলাকায় যাচ্ছেন, নানা লোকের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের থেকে নালিশ শুনছেন- এই বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না শাসকদল।

প্রসঙ্গত এর আগে একাধিকবার রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার বার্তা দিয়েছেন রাজ্যপাল। সোমবার বাসন্তীতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি রাজ্যপাল। তারপরে ফোন করে ক্যানিং গেস্ট হাউসে ডেকে নিহতের মেয়ে, যিনি নিজেই তৃণমূল প্রার্থী, তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এর আগে কোচবিহারেও সন্ত্রাস কবলিত এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল। সন্ত্রাস কবলিত ভাঙড়, ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন- আকাশ ঢেকে যায় ‘তারের জালে’! এবার ‘তারের জঞ্জাল’ সাফে উদ্যোগী পুরসভা

 

 

spot_img

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...