Tuesday, May 6, 2025

আজ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত, কুয়েতকে হারিয়ে ট্রফি জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

আজ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ কুয়েত। কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সন্দেশ ঝিঙ্গান। সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশের আত্মবিশ্বাসী মন্তব্য, “আমাদের পুরো ফোকাস ফাইনালে। কুয়েত খুব ভাল দল। ওদের কোচও অভিজ্ঞ। তবে আমাদের এই দলটা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আমার বিশ্বাস, কাল আমরাই জিতব।”

জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও সন্দেশ কিন্তু প্রতিপক্ষ শিবিরকে সমীহ করছেন। তিনি বলেন, “ফিফা র‍্যাঙ্কিং (১৪১) দেখে কুয়েতের শক্তি আন্দাজ করাটা বোকামি হবে। সবাই জানে, এটা ওদের সঠিক মূল্যায়ণ নয়। আপনি যদি ওদের ১০ সেকেন্ডও ছাড় দেন, গোল করে দেবে।” গ্রুপের ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে à§§-à§§ ড্র করেছিল ভারত। যদিও সন্দেশ বলছেন,”এটা ফাইনাল। আলাদা ম্যাচ। আমরা নিজেদের সেরাটাই দেব।”

সাফ ফুটবলে বরাবরই দাপট দেখিয়েছে ভারত। পরিসংখ্যান বলছে, ২০০৫ সালের পর দেশের মাটিতে আয়োজিত কোনও সাফ ফাইনালে হারেননি সুনীল ছেত্রীরা। এদিকে, সেমিফাইনালের মতো ফাইনালেও ডাগআউটে কোচকে পাচ্ছেন না সুনীলরা। ইগর স্টিম‍্যাচ অবশ্য বলেই রেখেছেন, “আমি ডাগআউটে না থাকলে কী হবে। মাঠে তো আমার পরিকল্পনা থাকবে।” ভারতের সহকারী কোচ মহেশ গাউলি ফুটবলার হিসেবে দু’বার সাফ কাপ জিতেছেন। তিনি বলেন, “এবারের ফাইনাল অনেক বেশি কঠিন। কুয়েত দারুণ শক্তিশালী দল। এর আগে আমরা শুধুই সাফ দেশগুলোর বিরুদ্ধে খেলেছি। কাল জিতলে এই জয় আলাদা মাত্রা পাবে।”

আরও পড়ুন:আজ মার্টিনেজের সামনে মোহনবাগান অলস্টারে খেলবেন কারা? রইল তালিকা

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version