তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ!

নবম দশম শিক্ষক মামলায় আপাতত জেলে রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। আজ বিধায়ক সহ মোট ৮ জনকে আলিপুরের স্পেশাল CBI আদালতে তোলা হয়। এদিনই তাঁকে পঞ্চায়েত নিয়ে প্রশ্ন করা হলে, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জীবনকৃষ্ণ জানান দল (TMC)উন্নয়নে বিশ্বাস করে, তাই কাজের নিরিখেই মানুষ ভোট দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)হাত শক্ত করবেন।

কিছুদিন আগেই জানা যায় বড়ঞা পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে লড়ছেন জীবন-জায়া টগরী সাহা। পরে আদালতে পেশের সময় জীবনকৃষ্ণ সাহা জানিয়েছিলেন, তাঁর স্ত্রী প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন। এদিন তিনি আদালত চত্বরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিধায়ক। একাধিক প্রশ্ন করা হলেও তিনি শুধুমাত্র পঞ্চায়েত নিয়ে মন্তব্য করেন। বাকি প্রশ্ন এড়িয়ে যান তিনি, শুধুমাত্র পঞ্চায়েত ভোট নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে। জীবনকৃষ্ণ বলেন, আমার এলাকায় উন্নয়ন হয়েছে, তাই তৃণমূল জিতবে।

 

 

Previous articleপঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির হাল জানতে সুকান্তকে ফোন শাহের
Next article“মি: বোস,আপনি ব্যাগ গুছিয়ে রাখুন”; নন্দীগ্রামে প্রচারে মন্তব্য কুণালের