Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর উন্নয়নকেই হা.তিয়ার করে ভোটে জিততে চান কেষ্ট মণ্ডল

Date:

হুগলি জেলায় এবার তৃণমূলের প্রার্থী কেষ্ট মণ্ডল। তৃণমূলের কেষ্ট মণ্ডলকে চেনেনা বাংলায় এমন মানুষ কম আছে। বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। ভোট এলেই তার নাম সব সময় খবরের শিরোনামে থাকতো। কখনো নকুলদানা,বা কখনো চড়াম চড়াম ঢাক বাজানোর মত কথা বলে খবরের শিরোনামে ছিলেন কেষ্ট মণ্ডল। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন জেলে। কিন্তু হুগলি জেলার রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৫২ নম্বর সংসদ থেকে তৃণমূলের প্রার্থী এবার কেষ্ট মণ্ডল। আর এই নামেই শোরগোল হুগলি জেলায়।

কিভাবে জেলে থেকেও হুগলি জেলায় ভোটে লড়ছেন কেষ্ট মণ্ডল সেই নিয়ে হয়তো প্রশ্ন অনেকের মনেই।কিন্তু এই কেষ্ট যে সেই কেষ্ট নয়। রঘুনাথপুর পঞ্চায়েত ভোটের প্রার্থী খুবই সাদামাটা এক টোটো চালক কেষ্ট মণ্ডল। সারাদিন টোটো চালিয়ে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালান। অবশ্য রাজনীতির ময়দানে নতুন নয়। ২০১৮ পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন। এবার আবার ভোটের প্রার্থী। আর প্রচারে ব্যস্ত হুগলি জেলার তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল। আর তার নামের সাথে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের নাম এক এই বিষয়ে জিজ্ঞেস করতেই লজ্জায় পড়ে যায় রঘুনাথপুরের কেষ্ট মন্ডল। তিনি বলেন কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। কোথায় অনুব্রত মণ্ডলের মত একজন নামি নেতা আর তিনি একজন সামান্য কর্মী। কিন্তু তার সাথে অনুব্রত মণ্ডলের নাম এক হওয়ায় খুবই ভালো লাগে যে একজন এতবড় নেতার সাথে তার নামের মিল রয়েছে। হয়তো আর কোথাও মিল নেই, কিন্তু নামের মিল এটা ভাবলেও ভালো লাগে।

তবে বীরভূমের কেষ্ট মণ্ডলের মত নকুলদনা বা চরাম চরাম এসব কথা বলে নয়, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেই পঞ্চায়েত ভোটের প্রচার সারছেন রঘুনাথপুর এলাকার তৃণমূল প্রার্থী কেষ্ট মন্ডল। আর জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কেষ্ট।

আরও পড়ুন- বাঁকুড়ায় কাঠ কুড়োতে গিয়ে বজ্রা.ঘাতে মৃ.ত ২, আহত ৩, পরিবারের পাশে তৃণমূল

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version