ভিড়ে ঠাসা আদালত চত্বরে ডিভোর্সের মামলা চলা স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া। কয়েকদিন আগেই সেই ঘটনার সাক্ষী আলিপুর আদালত (Alipur Court)। যে দুজনের মধ্যে ঝামেলা তাঁরা রাজ্য রাজনীতিতে অতি পরিচিত নাম শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায় (Ratna Chaterjee)। আর গত শনিবারের সেই ঘটনার পরেই বুধবার বাবাকে উদ্দেশ্য করে ছাপার অযোগ্য ভাষায় হোয়াটস আপ স্ট্যাটাস দিলেন শোভন-পুত্র ঋষি চট্টোপাধ্যায়। “প্রাক্তন মেয়র পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন” বলেও আক্রমণ করেন ঋষি। রত্না চট্টোপাধ্যায়ের কুশিক্ষার ফলেই ছেলের এই অবনতি- মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের।

শনিবার আদালতের ঘটনার প্রেক্ষিতেই ঋষি চট্টোপাধ্যায় (Rishi Chaterjee) ওই স্টেটাস দিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। কী লিখেছেন রত্না-পুত্র?

‘‘একজন মহিলা তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় ভুল অভিযোগ খণ্ডনের জন্য লড়াই করছেন। নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে আইনি লড়াই করছেন। এমন এক জনের বিরুদ্ধে লড়ছেন যাঁকে তিনি ২২ বছর ধরে অন্ধ ভাবে নিজের (স্বামী) বলে জেনেছেন।’’ এ ক্ষেত্রে শোভনের নাম উল্লেখ না করে ঋষি লিখেছেন, ‘‘জনসমক্ষে এক জন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, তা-ও জানেন না!’’ স্ট্যাটাসের মধ্যে এমন কিছু কথা রয়েছে, যা ছাপার অযোগ্য। শেষে শোভনের নাম করেই ঋষি লিখেছেন, ‘‘কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কুর্নিশ, যিনি এখনও নিজের পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন। যাঁরা তাঁর অশালীনতাকে রক্ষা করতে সক্রিয় অংশগ্রহণ করছেন।’’

ছেলের হোয়াট্সঅ্যাপ স্টেটাসের প্রসঙ্গে চরম ক্ষুব্ধ ও হতাশ শোভন চট্টোপাধ্যায়। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে তিনি জানান, যেভাবে ছোট থেকে তিনি পুত্রকে বড় করতে চেয়েছেন, রত্না চট্টোপাধ্যায়ের আশকারা আর কুশিক্ষায় সেটা সম্ভব হয়নি। যে ভাষায় শনিবার রত্না চট্টোপাধ্যায় তাঁকে আদলতে আক্রমণ করেছেন- তা তিনিও তীব্র আক্রমণ করেছেন শোভন। তাঁর কথায়, যে ভাষায় রত্না কথা বলেছেন, তাতে তাঁর রুচি-শিক্ষার প্রমাণ পাওয়া যায়। সেই শিক্ষায় ছেলেকে বড় করার ফলেই, ঋষি এই ভাবে বাবাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।

শোভন চট্টোপাধ্যায় বলেন, যদি তাঁকে এতই অপছন্দ তাহলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দখল করে বসে আছেন কেন রত্নারা! শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ, রত্নার আচারণ, তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কলঙ্কের প্রভাব পড়েছে ছেলের উপর। তার ফলেই এই ভাষায় বাবাকে আক্রমণ করেছে। শোভন কোনও দিন বাবার দায়িত্ব পালন থেকে সরে আসেননি। কিন্তু তিনি কখনও খারাপ কাজে প্রশ্রয় দেননি। মায়ের থেকে আশকারা পেয়েই এই ধরনের নোংরা আক্রমণ করতে বাধছে না পুত্র ঋষির।

আরও পড়ুন- নন্দীগ্রামে শেষলগ্নের প্রচারে ঝড় তুললেন কুণাল
