Thursday, November 6, 2025

সম্মাননা নিতে এসে রাজ পরিবারের নিয়ম ভেঙে বিতর্কে ফেডেরার!

Date:

Share post:

মাঠে তখন দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের ১ নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজে। কিন্তু রজার ফেডেরার  মাঠে ঢুকতেই সবার মনোযোগ গিয়ে পড়ল তাঁর ওপর। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়লেন তিনি। সেন্টার কোর্টের রয়্যাল বক্সে তখন বসা প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বক্সে ছিলেন ফেডেরারের স্ত্রী মিরকাও।জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো, উইম্বলডনের আটবারের চ্যাম্পিয়ন ফেডেরারকে। দেখানো হলো পিট স্যাম্প্রাসকে হারিয়ে ফেডেরারের জেতা প্রথম উইম্বলডন ফাইনালের ফুটেজও। টেনিসের বিশ্বসেরা তারকারাও কথা বললেন ফেডেরারকে নিয়ে। দেখানো হলো সেটিও। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখেছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস।

সম্মাননা নিতে ক্রিম কালারের স্যুট পরে এসেছিলেন ফেডেরার। বক্সে যখন দাঁড়ালেন, তাঁর দুই পাশে কেট ও মিরকা। সেন্টার কোর্টে তখন সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। একটানা দেড় মিনিট ধরে চলে সেই হাততালি। এরপর তিনি জড়িয়ে ধরলেন স্ত্রীকে। প্রিন্সেস অব ওয়েলসও অভিনন্দন জানালেন তাঁদের। এরপরই ছন্দপতন। কেটের পিঠে হাত রাখেন ফেডেরার। সেটা অবশ্য কয়েক মুহূর্তের জন্য। তার পরে কেটের পাশে বসে উইম্বলডনের খেলা উপভোগ করেন তিনি।

ব্রিটেনের রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কারও শরীর স্পর্শ করা যায় না। যদি না পরিবারের সদস্য নিজে থেকে এগিয়ে যান। এ ক্ষেত্রে কেট নিজে এগোননি। ফেডেরার এসে তাঁর পিঠে হাত রাখেন। রাজপরিবারের নিয়ম অনুযায়ী কেটের সন্তানেরাও প্রকাশ্যে তাঁর সামনে মাথা ঝোঁকান। জড়িয়ে ধরতে পারেন না। সেখানে ফেডেরার কী ভাবে কেটের শরীরে হাত দিয়েছেন তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।তবে এ বিষয়ে এখনও ফেডেরার, কেট বা ব্রিটেনের রাজপরিবারের তরফে কিছু জানানো হয়নি।

গত সেপ্টেম্বরে টেনিস ক্যারিয়ারকে বিদায় বলে দেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপাজয়ী ফেডেরার। চোটের সঙ্গে লড়ছিলেন। তাই আর দেরি করেননি। লেভার কাপ দিয়েই শেষ করেছেন তিনি। খুব আয়োজন করে নয়, টুইটারে টুইট করেই বিদায় বলে দেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা।

গত সেপ্টেম্বরে টেনিস ক্যারিয়ারকে বিদায় বলে দেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপাজয়ী ফেদেরার। শেষের সীমাটা দেখতে পেরেই এই সিদ্ধান্ত। চোটের সঙ্গে লড়ছিলেন। তাই আর দেরি করেননি। লেভার কাপ দিয়েই শেষ করেছেন তিনি। খুব আয়োজন করে নয়, টুইটারে টুইট করেই বিদায় বলে দেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...