Thursday, November 6, 2025

একদিনের বিশ্বকাপে নেই আয়ারল্যান্ডও, নেতৃত্ব ছাড়লেন অধিনায়ক অ্যান্ডি বলবার্নি

Date:

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ের মতো একদিনের বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ডও। আর দলের সেই ব্যর্থতার দায় নিয়ে আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ও একদিনের ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বলবার্নি। এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন ডান হাতি ব্যাটসম্যান। বলবার্নির জায়গায় এখনও পর্যন্ত কাউকে দায়িত্ব দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন ডানহাতি ব্যাটার।

২০১৯ সালে আয়ারল্যান্ডের অধিনায়ক হন অ্যান্ডি বলবার্নি। তার পর থেকে ৮৯টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে চারটি টেস্ট, ৩৩টি একদিনের ম্যাচ এবং ৫২টি টি টোয়েন্টি ম্যাচ। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে ছয়টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। আর সেই জয়ও এসেছে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের বিরুদ্ধে। বিশ্বকাপে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের পরেই আয়ারল্যান্ডের একদিন ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলবার্নি।

আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে পাঁচ হাজারের বেশি রান করা ডান হাতি ব্যাটার একদিন ও টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতে গিয়ে বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পরেই অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, দায়িত্ব ছাড়ার এই সঠিক সময়। অধিনায়কত্ব ছাড়ার পরে অনেকটাই চাপমুক্ত হযে খেলতে পারব এবং দলের জন্য নিজেকে উজাড় করে দিতে পারব।’

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version