গু.লিবিদ্ধ হয়ে মৃ.ত ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান গ্যাং.স্টার! 

একজন গ্যাংস্টার (Gangster) মারা গেছেন শুনলে সিনেমার স্টাইলে গোষ্ঠীদ্বন্দ্বের কথাই সবার আগে মাথায় আসে। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান গ্যাংস্টার করণবীর সিং গরচার (Karanveer Singh Garcha) মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। রবিবার স্থানীয় পুলিশ (Local Police) ককুইটলাম এলাকা থেকে রাত সাড়ে নটা নাগাদ (Canadian Time) তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। মাদক পাচার, খুন-সহ একাধিক অভিযোগ ছিল করণবীরের বিরুদ্ধে। চিকিৎসা চলাকালীন গ্যাংস্টারের মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু কে বা কারা তাঁকে গুলি করল আর কেন, সেটা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

২৫ বছর বয়সি কুখ্যাত গ্যাংস্টার করণবীর ও তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে ২০২২ সালেই এলার্ট ঘোষণা করে পুলিশ। দুজনের নৃশংসতা ও সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে অবগত করে সাধারণ মানুষকে সাবধান করা হয়। এরপর ইন্দো-কানাডিয়ান গ্যাংস্টারের এভাবে গুলি বিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মূলত গোষ্ঠীদ্বন্দের তত্ত্বই উঠে আসছে। স্থানীয় পুলিশ কর্তা টিমোথি পিয়েরোত্তি (Timothy Pierotti) জানিয়েছেন করণের কল লিস্ট চেক করার পাশাপাশি ঘটনাস্থলে যে গাড়ি করে তিনি আসেন তার চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে। কানাডার একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে করণবীর সিং গরচার নাম জড়িয়ে ছিল বলেই পুলিশ সূত্রে খবর।

 

 

 

Previous article৬ মাসের মধ্যেই চালু হবে দুয়ারে রেশন: বার্তা অভিষেকের
Next articleপুতিনের দেশে ম.হামারী ছড়ানোর পরিকল্পনা! মস্কোয় ঝাঁকে ঝাঁকে ‘মডিফায়েড মশা’ পাঠাচ্ছে আমেরিকা