Thursday, August 21, 2025

আদালত চত্বরে গু.লি চালালেন আইনজীবী! তিস হাজারি কোর্ট চত্বরে চাঞ্চল্য

Date:

প্রকাশ্যে আদালত চত্বরে চলল গুলি। তাও আবার চালালেন এক আইনজীবী। সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়েছে। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। তবে, তিস হাজারি কোর্টের (Tees Hazari Court) ঘটনায় দিল্লি (Delhi) উত্তরের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) সাগর সিং কলসি জানান, বুধবার দুপুর দেড়টা নাগাদ তিস হাজারি কোর্টে আইনজীবীদের দু’টি গোষ্ঠীর মধ্যে বচসার জেরে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। সবজি মাণ্ডি থানার অন্তর্ভুক্ত ওই এলাকায় খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে, গুলিকাণ্ডে কেউ আহত হননি বলে জানিয়েছেন ডিসিপি।

যে ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আইনজীবীর পোশাকে এক ব্যক্তি শূন্যে গুলি চালিয়েছেন। একজনকে পাথর ছুড়তেও দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলি চালিয়েছেন ওই আদালতেরই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা। চেম্বার এবং পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে মণীশের দীর্ঘদিনের বিবাদ। এদিন তা চরমে উঠলে মণীশ গুলি চালান বলে অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মেনন। আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে হলে জানান তিনি। তবে, একই সঙ্গে মেনন জানান, লাইসেন্স থাকলেও কোনও আইনজীবী আদালতে বা তার আশপাশে অস্ত্র ব্যবহার করতে পারেন না। একই সঙ্গে আদালতে কীভাবে আইনজীবী অস্ত্র নিয়ে যান, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ কী ব্যবস্থা নেয়- সেটাই দেখার।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version