Tuesday, November 4, 2025

সুপ্রিম কোর্টে ফের পিছলো প্রাথমিক নিয়োগ সংক্রান্ত শুনানির মামলা

Date:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ (Primary Recruitment) সংক্রান্ত শুনানির মামলা। জানা গিয়েছে, বুধবার প্রাথমিকে ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। কিন্তু এদিনও সেই মামলার শুনানি হয়নি। এদিন বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ১২ জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানায়, আগামী ১২ জুলাই প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি হবে।

জানা গিয়েছে, ৩৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়েই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় ওই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। সেই নির্দেশে মান্যতা দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। গত ২০ মে শীর্ষ আদালত স্থগিতাদেশ দেওয়ার পর ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। এরপর ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের একাংশ নিয়োগের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন।

২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। ২০২০ সালের ১৬ হাজার ৫০০ পদে নিয়োগের কথা জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। কিন্তু সব পদে নিয়োগ হয়নি বলে অভিযোগ ওঠে। এরপরই আরটিআই (RTI) করা হলে জানা যায়, সেইসময় ৩৯২৯ পদে নিয়োগ হয়নি।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version