Tuesday, May 6, 2025

দীর্ঘদিন ধরে বাংলার এক লক্ষ কোটিরও বেশি টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বঙ্গে শতাধিক প্রতিনিধিদল পাঠানোর পরও দুর্নীতির টিকি খুঁজে পাওয়া যায়নি। তা সত্ত্বেও এভাবে টাকা আটকে রাখায় সরাসরি বিজেপির(BJP) বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন , নির্বাচনে হেরে বাংলায় প্রতিহিংসার রাজনীতি চালানো হচ্ছে বিজেপি সরকারের তরফে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এত ইডি, সিবিআই করছে, চাইলে ১০০দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলা করুক। ভুয়ো জব কার্ড হোল্ডার সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে। জুন পর্যন্ত রাজ্যে ১৮৬টি কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তবে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। ১০০দিনের কাজের সাড়ে à§­ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। কেন বাকি ২ কোটি মানুষের টাকা এভাবে আটকে দেওয়া হবে। আমরা চাই বিচার হোক।” একই সঙ্গে তিনি জানান, “তর্কের খাতিরে যদি কয়েকজন মানুষ ভুল করে থাকে, তবে তার জন্য কেন ২ কোটি মানুষকে ভুগতে হবে। এটা কি ধরনের বিচার? à§© বছর আগে আমফানের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। কেউ বলতে পারবে, বিজেপিকে ভোট দিয়েছি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি? একজন ধর্মের নামে ভোট চেয়েছে, আরেকদল আপনার পাশে থেকেছে। যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে। অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব।”

শুধু তাই নয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি বঙ্গ বিজেপিকে নিশানায় নিয়ে অভিষেক বলেন, “চোখে দেখে ভোট দিন, বাংলার à§§ লক্ষ à§§à§« হাজার কোটি আটকে রেখেছে দিল্লি। কত টাকা পাঠিয়েছে কেন্দ্র? দিলীপ-শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, কেন্দ্র কমিশনকে কাজে লাগায়, রাজ্য কখনও কমিশনের কাজে হস্তক্ষেপ করে না। বকেয়া টাকা দিচ্ছে না, তাও বিজেপি নেতারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার করবেন।”

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version