ফের অ*গ্নিগর্ভ মণিপুর, মৃ*ত পুলিশকর্মী-সহ ৪

অশান্ত মণিপুরে (Manipur) শনিবারেও আগুন জ্বলল, রক্ত ঝরল। সেনা সূত্রে খবর মণিপুরের (Manipur) সীমান্তবর্তী বিষ্ণুপুর ও চূড়াচাঁদপুরের বেশ কয়েকটি গ্রামে নতুন করে অশান্তি তৈরি হওয়ায় এক পুলিশকর্মী-সহ ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

শুক্রবার রাত থেকেই মণিপুরের (Manipur) পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করে। কাংভাই, সোংডো ও আওয়াং লেখাই নামে তিনটি গ্রামে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। গ্রামের মানুষদের অন্যত্র যাওয়ার কথা বললে তাঁরা সেখানে না গিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে খবর। এরপর তাঁদের এলাকা থেকে সরাতে গিয়ে শুরু হয় গুলি বৃষ্টি। এক পুলিশকর্মী ছাড়াও আরও তিনজন মারা গেছেন বলে খবর। মণিপুর পুলিশের তরফে শুক্রবার রাতে জানানো হয়, রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হিংসার খবর মিলেছে। আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।