Tuesday, May 6, 2025

মুখ খুললেন নাওরেম মহেশ, লাল-হলুদে থাকা নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে ইস্টবেঙ্গল এফসি। একাধিক ফুটবলার সই করিয়ে চমক দিচ্ছে লাল-হলুদ ক্লাব। ইস্টবেঙ্গলেই থাকতে চান নাওরেম মহেশ সিং। নিজেই এক সাক্ষাৎকারে এমনটা বললেন তিনি। লাল-হলুদের হয়ে গত মরশুমে দারুণ ফুটবল খেলে নজর কেড়েছিলেন নাওরেম মহেশ সিং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও দক্ষতা দেখিয়েছিলেন ইস্টবেঙ্গলের এই ফুটবলার।

জানা যাচ্ছে, ২০২৪ সাল পর্যন্ত তাঁর সঙ্গে লাল-হলুদের চুক্তি রয়েছে মহেশের। তবে ইতিমধ্যেই বেশকিছু ক্লাবের প্রস্তাবও পেয়ে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার। নিজেই জানিয়েছেন সে কথা। তবে কোন কোন দল এখনও অবধি তাঁকে প্রস্তাব দিয়েছে তা অনশ্য জানাতে চাননি মহেশ। তবে ইস্টবেঙ্গলে যে তিনি দারুণ খুশি সেটাও জানাতে ভোলেননি জাতীয় দলের নয়া তারকা। এক সাক্ষাৎকারে মহেশ বলেন, “আমি একজন পেশাদার ফুটবলার। অন্য দলের অফার যে আমার কাছে রয়েছে, সেটা সত্যি। তবে, এই মুহূর্তে লাল-হলুদ ছাড়ার কোনও ইচ্ছে নেই।”

 

ইস্টবেঙ্গলে দারুভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন মহেশ। তাই কার্লেস কুয়াদ্রাতের দলে শুধু আগামী মরশুম নয়, আরও বেশ কিছু বছর লাল-হলুদের জার্সি গায়ে চাপিয়েই খেলতে চান মহেশ। তিনি স্পষ্ট বলেন, “দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি। সমর্থকরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। তাছাড়া ২০২৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে। শুনেছি, ম্যানেজমেন্ট দীর্ঘমেয়াদি চুক্তি চায়। এজেন্টের সঙ্গে নিশ্চই কথা বলবেন তাঁরা। আমি আশাবাদী, তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।”

শুধু তাই নয়, ওড়িশা এফসি থেকে নন্দাকুমারের সঙ্গে তাঁর জুটিও বেশ ভালো হবে বলেই মনে করেন মহেশ। মহেশ বলেন, “আমাদের জুটি ক্লিক করলে দলেরই লাভ হবে। নন্দর অন্তর্ভুক্তি অবশ্যই দারুণ একটা ব্যাপার।” উল্লেখ্য, ভিসা সমস্যায় ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ভারতে আসা পিছিয়ে গিয়েছে। তাঁর আসতে দেরি হলে, ডুরান্ডের আগে ভারতীয় স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করে ফেলবে লাল-হলুদের সিনিয়র দল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...