এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সম্ভবত তিনিই সবচেয়ে প্রবীণ ভোটার (Aged Voter)। ১০৪ বছর বয়সে কাঁকসার সরস্বতীগঞ্জে নির্বিঘ্নে ভোট দিলেন পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে প্রবীণ ভোটার। তাঁকে অবশ্য লাইনে দাঁড়াতে হয়নি। ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই লাইনে দাঁড়ানো অন্য ভোটাররা জায়গা করে দেন ১০৪ বছরের প্রবীণ হারাধন সাহাকে (Haradhan Saha)।

এদিন সকাল সকাল নাতির সঙ্গে টোটোতে চড়ে এসে সরস্বতীগঞ্জের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন হারাধনবাবু। তারপর ভোটদান করে বাড়ি ফিরে যান। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতগুলি নির্বাচন সম্পন্ন হয়েছে, সব নির্বাচনেই অংশ নিয়েছেন হারাধন সাহা।

আগে কাঁকসার বাসিন্দা হারাধন সাহাদের গরুর গাড়িতে চড়ে ভোট দিতে যেতে হত ফরিদপুর ব্লকে। এখন সেই ছবিটা বদলেছে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন নাগরিক হারাধনবাবু। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত হারাধন সাহা।
