Monday, August 25, 2025

এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Election) সম্ভবত তিনিই সবচেয়ে প্রবীণ ভোটার (Aged Voter)। ১০৪ বছর বয়সে কাঁকসার সরস্বতীগঞ্জে নির্বিঘ্নে ভোট দিলেন পশ্চিম বর্ধমান জেলার সবচেয়ে প্রবীণ ভোটার। তাঁকে অবশ্য লাইনে দাঁড়াতে হয়নি। ভোটকেন্দ্রে পৌঁছনো মাত্রই লাইনে দাঁড়ানো অন্য ভোটাররা জায়গা করে দেন ১০৪ বছরের প্রবীণ হারাধন সাহাকে (Haradhan Saha)।

এদিন সকাল সকাল নাতির সঙ্গে টোটোতে চড়ে এসে সরস্বতীগঞ্জের ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছন হারাধনবাবু। তারপর ভোটদান করে বাড়ি ফিরে যান। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতগুলি নির্বাচন সম্পন্ন হয়েছে, সব নির্বাচনেই অংশ নিয়েছেন হারাধন সাহা।

আগে কাঁকসার বাসিন্দা হারাধন সাহাদের গরুর গাড়িতে চড়ে ভোট দিতে যেতে হত ফরিদপুর ব্লকে। এখন সেই ছবিটা বদলেছে। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন নাগরিক হারাধনবাবু। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত হারাধন সাহা।

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version