Saturday, August 23, 2025

না টায়ার্ড হু, না রিটায়ার্ড হু: বাজপেয়ীর উদ্ধৃতিই অস্ত্র ‘মারাঠা স্ট্রংম্যানের’

Date:

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী(Atal Bihari Vajpayee) উদ্ধৃতি ছিল না ‘টায়ার্ড হু, না রিটায়ার্ড হু।’ মহারাষ্ট্রের টালমাটাল পরিস্থিতিতে এবার সেই উদ্ধৃতিকে হাতিয়ার করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। ভাইপো অজিত পাওয়ারের(Ajit Pawar) দাবি ছিল এবার অবসর নিন পাওয়ার এবং তাঁর উত্তরাধিকার বর্তাক ভাইপোর উপরেই। ভাইপোকে পাল্টা বার্তা দিতে বাজপেয়ীর উদ্ধৃতি তুলে ধরলেন শরদ।

পাওয়ার শিবির ছেড়ে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনডিএতে যোগ দিয়েছেন অজিত। দলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অজিতকে (Ajit Pawar) দল থেকে বহিষ্কার করে দিয়েছেন শরদ পাওয়ার। তাঁর সঙ্গে এনডিএ-তে যোগ দেওয়া ৯ বিধায়ককেও সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। এই পরিস্থিতিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বর্ষীয়ান নেতাকে বলতে শোনা যায়, ”না টায়ার্ড হু, না রিটায়ার্ড হু (ক্লান্তও নই, অবসরও নিচ্ছি না)। আমাকে অবসর নিতে বলার ওরা কে? আমি এখনও কাজ করতে পারি।”

এদিকে অজিতের অভিযোগ, স্বজনপোষণ করতে চাইছেন শরদ। তাই নিজের মেয়ে সুপ্রিয়া সুলেকে দায়িত্ব দিতে চেয়েছেন। এপ্রসঙ্গেও মুখ খুলেছেন NCP সুপ্রিমো। তাঁর কথায়, ”প্রফুল্ল প্যাটেলকে ইউপিএ আমলে মন্ত্রী বানানো হয়েছিল, ভোটে হারা সত্ত্বেও। ইউপিএ আমলে পিএ সাংমার মেয়েকেও কেন্দ্রীয় মন্ত্রী বানানো হয়েছিল। সুপ্রিয়া এখনও সুযোগই পায়নি। তাহলে অজিত কেন এসব বলছে? এগুলো একদম ঠিক নয়।” অবশ্য এর আগেই অবসর প্রসঙ্গে অজিত পাওয়ারের কটাক্ষের জবাব দিয়ে শরদ জানিয়েছিলেন, “বয়সটা কোনও ব্যাপারই নয়। ৮২ হোক বা ৯২, আমি এখনও সক্রিয়।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version