Tuesday, November 11, 2025

গ্রাম-বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে।শনিবার তৃণমূলের পক্ষেই ভোট পড়েছে।আসলে নিশ্চিত হার বুঝতে পেরে হতাশায় বিরোধীরা একাধিক জায়গায় প্রশাসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।কে ছিল না সেই দলে? বিজেপি, বাম, কংগ্রেস, আইএসএফ কেউ বাদ যায়নি।রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্পষ্ট জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

তিনি এদিন বলেন,৬১ হাজার বুথের মধ্যে মাত্র ৭-৮টি বুথে গন্ডগোল হয়েছে।মানুষ অবাধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে।আর যাঁরা ভোটে পিছিয়ে পড়েছেন, হালে পানি না পেয়ে তাঁরাই ব্যালট বক্স নিয়ে দৌড় দিয়েছেন। গদ্দার অধিকারী উস্কানি দিয়ে বলেছিল পুকুরে ব্যালট বক্স ফেলে দিতে। অনেক জায়গায় বিজেপি তা করেওছে। অমিত শাহের কাছে আমরা কৈফিয়ত চাইছি, মণিপুর রাজ্য এতদিন ধরে জ্বলছে। সেটা নিয়ে কী করছেন? বাংলা নয়, মণিপুর নিয়ে মাথা ঘামান।

কুণাল এদিনও দাবি করেন, এই ভোটে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই বেশি মারা গিয়েছেন। বাহিনী মোতায়েন করা নিয়েও মিথ্যাচারের জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, বিএসএফ নানারকম ছুতো বার করছে। যত বাহিনী কমিশন চেয়েছিল তা দেওয়া হয়নি। ওদের কাছে রিজার্ভ ফোর্স নেই, এটা বিশ্বাসযোগ্য! দেশের সীমান্ত সুরক্ষিত করা যাদের কাজ, সেই বাহিনীকে কেন সীমান্ত থেকে আনা হল? সেই প্রশ্নও তোলেন তিনি।

বরং তাঁর কটাক্ষ, বাহিনীকে এত ভালভাবে ব্যবহার হয়েছে যে জওয়ানরা বুথে বুথে ঘুরে বলে বেরিয়েছে বিজেপিকে ভোট দিন। কিছু কিছু দল এমনভাবে বিক্ষোভ দেখাচ্ছে, আর সেখানে যা ভাষা ব্যবহার করা হচ্ছে, এর জবাব বিজেপিকে দিতে হবে। কুৎসিত ভাষার খেসারত দিতে হবে, বাছাই করা বিজেপি নেতাদের গুনে গুনে সব ফেরত দেওয়া হবে। ২০১১ সালে রবীন্দ্রসংগীত বাজানো হয়েছিল বলে এমন নয় যে ইউটিউবে ডিজে রিমিক্স পাওয়া যায় না। সাফ কথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

তিনি সাফ জানান, মুর্শিদাবাদে গণ্ডগোলের জন্য দায়ী অধীর চৌধুরী। কুণালের কথায়, নাচতে না জানলে উঠোন বাঁকা। মুর্শিদাবাদে কংগ্রেস ও অধীর চৌধুরীর কী ট্র্যাক রেকর্ড তা সকলেই জানেন। এরা হারবে তাই সেদিক থেকে নজর ঘোরাতে বিজেপির উসকানিতে গন্ডগোল করছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে অনেক জায়গায় পুনর্নির্বাচন চাওয়া হয়েছে।কমিশন কোন সিদ্ধান্ত নেবে তা আজই জানা যাবে।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version