Wednesday, August 20, 2025

ফের ভারী বর্ষণ উত্তরে, দক্ষিণবঙ্গে ছিঁটেফোঁটাও দেখা নেই বৃষ্টির

Date:

উত্তরবঙ্গে পুরোদমে বৃষ্টি শুরু হলেও ভ্যাপসা গরম ও কাঠফাঁটা রোদের তেজ কমার নামই নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না গরম। স্বভাবতই ঘেমেনেয়ে একসার কলকাতাবাসী। রবিবারও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।সকাল থেকেই হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

আরও পড়ুন:খারাপ আবহাওয়ার জের! সাময়িকভাবে স্থগিত হল অমরনাথ যাত্রা

হাওয়া অফিস তরফে খবর, উত্তরবঙ্গের পাঁচ জেলায় সোমবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। পার্বত্য এলাকার জেলাগুলিতে দুই এক পশলা বৃষ্টি হতে পারে। এদিকে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন-চারদিন বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কম থাকবে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ। আপাতত জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। এদিকে, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...
Exit mobile version