Monday, May 5, 2025

পিএসজি ছেড়ে সদ‍্য ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই প্রশ্ন ওঠে কবে ইন্টার মায়ামির জার্সিতে আত্মপ্রকাশ করবেন আর্জেন্তাইন সুপারস্টার। আর সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ইন্টার মায়ামির নতুন ফুটবলার হিসাবে সমর্থকদের সামনে মেসিকে আনতে চলেছে ইন্টার মায়ামি কতৃপক্ষ। আর সেই কারণেই মায়ামিতে সাজ সাজ রব। বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনার অধিনায়ককে স্বাগত জানাতে তৈরি মায়ামি। চলছে বিশেষ প্রস্তুতি। আর ক্লাবের এই বিশেষ প্রস্তুতিতে হাত লাগালেন দলের অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যাম। যেই ছবি পোস্ট করেছেন বেকহ‍্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ‍্যাম।

বর্তমানে বেকহ্যাম মেজর সকার লিগের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক। আর তাঁর দলেই আসছেন সদ্য বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। মেসি তাঁর দলে যোগ দেওয়ার আগেই বেকহ্যাম এক আজব ঘটনা ঘটালেন। দেখা গেল মায়ামির এক দেওয়ালে মেসির ছবি আঁকছেন তিনি। সেই ছবি পোস্ট করেন বেকহ‍্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ‍্যাম।

এদিন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে শিল্পীরা ক্রেনে চড়ে মেসির বিশালাকার হাসি মুখের ছবির দাঁতের অংশ রং করছেন। সেই কাজের হাত লাগিয়েছেন বেকহ্যাম নিজে। রং ও করছেন তিনি। আর সেই ছবির নিচে ভিক্টোরিয়া লেখেন , “কয়েক দিন আগে আমরা মায়ামিতে এসেছি। আমার মনে হয় ডেভিড দারুণ একটা কাজ করেছে। এখানে এসেই কাজ শুরু করে দিয়েছে। দেখুন, মেসির ছবি কী বিশাল। এমনকী কোনও কাজ রয়েছে, যেটা ডেভিড করতে পারে না। রং করার জন্য ক্রেনেও উঠেছে। যে ব্যক্তি মেসির দাঁতে রং করছিলেন, সেটাই ডেভিড। আমি অভিভূত।”

আরও পড়ুন:‘রোনাল্ডো-মেসির থেকেও আমি এগিয়ে’, বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version