Sunday, November 16, 2025

ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার আনন্দ বোসের দিল্লি যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। পাশাপাশি তিনি বীরভূমে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর গ্রেফতার নিয়েও বিজেপির চক্রান্তের অভিযোগ তুলেছেন।

রাজ্যপাল দিল্লি যাওয়ার আগে বলে গিয়েছেন, মুক্ত বাতাস পেতে তিনি যাচ্ছেন। এরপরই কুণাল ঘোষের তোপ, রাজ্যপালকে তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাকে অপমান করেছেন। তাঁর আর কোনও অধিকার নেই এই বাংলায় থাকার। উনি দিল্লিতেই থাকুন। তাঁর কটাক্ষ, রাজ্যপাল অমিত শাহ-র কাছে গেলে তাঁর পপুলারিটি বাড়বে। রাষ্ট্রপতির কাছে গেলে ছবি উঠবে।

কুণালের আরও অভিযোগ, রাজ্যপাল ধারাবাহিক ভাবে বিরোধীদের উৎসাহ দিয়েছেন। দিনের শেষে বিরোধীদের পাশে মানুষের সমর্থন নেই, দাবি কুণাল ঘোষের। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সবকিছু স্পষ্ট করে দেবে বলেও দাবি কুণাল ঘোষের।

এদিন কুণাল ঘোষ বলেন, একুশের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচজনের প্রাণ গিয়েছিল। বিরোধীরা জানে তারা হারবে, তাই বারবার তারাই ঝামেলা পাকাচ্ছে। রিপোলিং বুথেও একই লোকেরা ঝামেলা করছে বলে দাবি কুণাল ঘোষের। তিনি দাবি করেছেন, ৬১ হাজারের বেশি বুথে অবাধে নির্বাচন হয়েছে।

শুভেন্দু অধিকারীকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন কুণাল। তাঁর কথায়, মানসিক অবসাদগ্রস্ত, পাগল বলেও আক্রমণ করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে ঝামেলা চেষ্টা করছে। গণনার দিনও তাঁরা ষড়যন্ত্র করবে। তিনি বলেন, যারা গন্ডগোল করেছেন, তারা হারবো ভেবেই ঝামেলা করেছেন, চক্রান্ত করেছেন। এই নির্বাচনে তৃণমূলেরই বেশি কর্মী মারা গিয়েছে।

 

Related articles

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...
Exit mobile version