Thursday, August 28, 2025

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় গোটা সমাজের প্রতিফলন: কুণাল ঘোষ

Date:

পঞ্চায়েত ভোটের পরই পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনের জন্য নির্বাচন আগামী ২৪ জুলাই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ, সোমবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য শূণ্য পদে ৬টি প্রার্থী নাম ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যাদের নাম সাংসদ পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। যার মধ্যে প্রথম তিনজন আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন। পরের তিনজন নতুন প্রার্থী।

এদিন তৃণমূলের তরফে ট্যুইট করে বলা হয়েছে, “জনগণের সেবা করার জন্য নিজেদের লক্ষ্যে অবিচল থাকুক এবং তৃণমূলের অদম্য চেতনা এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সমর্থনের স্থায়ী উত্তরাধিকার বহন করুক। আমরা সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তৃণমূলের রাজ্য সাধারণ মুখপাত্র তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্য সভায় এ যাবৎ কালের সেরা তালিকা তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষিত হয়েছে। আমাদের ৬ জন প্রার্থী। তার মধ্যে তিনজন অভিজ্ঞ, সিনিয়ার নেতা সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। তিনজন নতুন মুখ
শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।”

কুণালের আরও সংযোজন। দেখলেই বোঝা যাচ্ছে এই তালিকা কতটা ব্যালেন্সড। তালিকায় মহিলা যেমন আছেন, ঠিক তেমনই হিন্দু, মুসলিম, খ্রিষ্টান আছেন। একটা গোটা সমাজের প্রতিফলন আছে। প্রকাশ উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে প্রতিনিধি আছেন। এখানে শিক্ষা জগৎ থেকে শুরু করে দারুণ ভারসাম্য করা হয়েছে। সাকেত গোখলে যিনি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের পক্ষে সরব। তাঁকে বার বার গ্রেফতার করে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে। আমাদের প্রতিটি প্রার্থী রাজ্যসভাকে সমৃদ্ধ করবে।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version