Thursday, November 13, 2025

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় গোটা সমাজের প্রতিফলন: কুণাল ঘোষ

Date:

পঞ্চায়েত ভোটের পরই পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসনের জন্য নির্বাচন আগামী ২৪ জুলাই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আজ, সোমবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য শূণ্য পদে ৬টি প্রার্থী নাম ঘোষণা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যাদের নাম সাংসদ পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাঁরা হলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে। যার মধ্যে প্রথম তিনজন আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন। পরের তিনজন নতুন প্রার্থী।

এদিন তৃণমূলের তরফে ট্যুইট করে বলা হয়েছে, “জনগণের সেবা করার জন্য নিজেদের লক্ষ্যে অবিচল থাকুক এবং তৃণমূলের অদম্য চেতনা এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সমর্থনের স্থায়ী উত্তরাধিকার বহন করুক। আমরা সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তৃণমূলের রাজ্য সাধারণ মুখপাত্র তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজ্য সভায় এ যাবৎ কালের সেরা তালিকা তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষিত হয়েছে। আমাদের ৬ জন প্রার্থী। তার মধ্যে তিনজন অভিজ্ঞ, সিনিয়ার নেতা সুখেন্দু শেখর রায়, ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। তিনজন নতুন মুখ
শামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।”

কুণালের আরও সংযোজন। দেখলেই বোঝা যাচ্ছে এই তালিকা কতটা ব্যালেন্সড। তালিকায় মহিলা যেমন আছেন, ঠিক তেমনই হিন্দু, মুসলিম, খ্রিষ্টান আছেন। একটা গোটা সমাজের প্রতিফলন আছে। প্রকাশ উত্তরবঙ্গের আলিপুর দুয়ার থেকে প্রতিনিধি আছেন। এখানে শিক্ষা জগৎ থেকে শুরু করে দারুণ ভারসাম্য করা হয়েছে। সাকেত গোখলে যিনি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের পক্ষে সরব। তাঁকে বার বার গ্রেফতার করে প্রতিহিংসার রাজনীতি করা হয়েছে। আমাদের প্রতিটি প্রার্থী রাজ্যসভাকে সমৃদ্ধ করবে।”

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version