Saturday, May 3, 2025

কোচবিহারেও ঘাসফুলের দাপট অব্যহত! হারের ‘দায়’ জনতার দরবারে ঠেললেন নিশীথ   

Date:

তৃণমূলের (TMC) বিরুদ্ধে প্রার্থী দিয়েও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ সবুজ ঝড়ে কার্যত দিশাহীন গেরুয়া ব্রিগেড (BJP)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে প্রার্থী দেওয়ার ক্ষমতা না থাকলেও একাধিক কারণে গায়ের জোরে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করেও দিনের শেষে দেখা গেল আখেরে কোনও স্বার্থসিদ্ধিই হল না গেরুয়া বাহিনীর। উল্টে রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের (TMC) দাপট অব্যহত। এদিন কোচবিহারে (Coochbehar) পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ পাল্লা ভারী তৃণমূলের দিকে। কিছু জায়গায় বিজেপি জিতলেও বেশিরভাগই গিয়েছে তৃণমূলের দখলে।

আর এত লাফালাফির পর কার্যসিদ্ধি না হওয়ায় একেবারে উল্টো সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গলায়। বিপাকে পড়ে তিনি সাফাই দেন, জয় বড় কথা নয়, মানুষ চোখে চোখ রেখে লড়াই করেছে এটাই সবচেয়ে বড় কথা। এই রায়, মানুষের রায়। তাদের ধন্যবাদ।” তবে এদিন জয় না পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পা জড়িয়ে কেঁদে ফেলেন পরাজিত বিজেপি প্রার্থী। তিনি গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। নিশীথের পা ধরে কান্নাকাটি করতে থাকেন পরাজিত সেই প্রার্থী। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল। তবে হেরে যাওয়ার পর আচমকা পা ধরে কান্নাকাটি করায় নেটিজেনদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নিশীথকে।

মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার সময় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করার জন্য দিনহাটায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাশে পেয়ে তাঁর পায়ে কান্নায় লুটিয়ে পড়েন ওই বিজেপি প্রার্থী। শেষ পাওয়া খবর পর্যন্ত কোচবিহার জেলার দিনহাটা-১ এর বড় আটিয়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দখলে গেল তৃণমূলের। এই গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসন। ১৬টিতেই জয়ী তৃণমূল। গীতালদহ-১ নম্বর গ্রাম পঞ্চায়েত দখলে তৃণমূলের। ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয়ী তৃণমূল। বাকি ২টি আসনে বিজেপি জয়ী হয়। শীতলকুচি ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সিতাইয়ে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের সবকটি গিয়েছে তৃণমূলের দখলে।

 

 

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version