মঙ্গলবার দুপুর ২টো ২৭ মিনিট নাগাদ আচমকাই মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে (M G Road Metro Station) লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicidal attempt) করার চেষ্টা করেন এক পুরুষ ও মহিলা। দক্ষিণেশ্বরগামী লাইনে ঝাঁপ দিয়েছিলেন বলে রেলসূত্রে (Kolkata Metro)খবর। মেট্রো কর্তৃপক্ষ দ্রুত লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করে। সাময়িক ব্যাহত হয় মেট্রো পরিষেবা (Metro Railway)।

কলকাতা মেট্রো ট্র্যাকে আত্মহত্যা করার প্রবণতা যত দিন যাচ্ছে বেড়েই চলেছে। কয়েক মাস আগে নোয়াপাড়া স্টেশনে (Noyapara Metro) মেট্রো লাইনে ঝাঁপ মেরে এক সঙ্গে আত্মহত্যার চেষ্টা করেছিলেন দুই যুবক। এবার এমজি রোড মেট্রো (MG Road Metro) স্টেশনের এই ঘটনায় হয়রানির মুখে পড়তে হয় যাত্রীদের। তবে মেট্রো রেল সুত্রে খবর কবি সুভাষ-ময়দান এবং দক্ষিণেশ্বর-দমদম মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল।
