Sunday, May 4, 2025

৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা! অগাস্টেই সুপ্রিম শুনানি

Date:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) কেন্দ্রের ৩৭০ ধারা (Article 370) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী ২ অগাস্ট থেকে ওই মামলার চূড়ান্ত শুনানি শুরু হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। তবে মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, শুধুমাত্র ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিকই শুনানি চলাকালীন বিচার্য হবে। পাশাপাশি সোমবার ও শুক্রবার ছাড়া সপ্তাহের সবকটি দিনই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলবে। জানা গিয়েছে, ৩৭০ ধারা বাতিলের সাংবিধানিক দিক শুনানি চলাকালীন বিচার করা হবে।

২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছিল ৩৭০ ধারা। পাশাপাশি রাজ্যের মর্যাদা ছিনিয়ে নিয়ে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছিল। কেন্দ্রের সেই সিদ্ধান্তের পরই এই নিয়ে একাধিক আবেদন দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাগুলিরই শুনানি শুরু হবে ২ অগাস্ট থেকে। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ২৭ জুলাইয়ের মধ্যে সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ইতিমধ্যে নিজেদের বক্তব্য জানিয়ে সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রয়েছে, সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে হলফনামায়।

সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫-এ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল হয়। সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এরপর থেকেই উপত্যকার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। তবে বিরোধীদের অভিযোগ, ৩৭০ ধারা বাতিলের পর থেকেই সাধারণ কাশ্মীরিদের জন্য উপত্যকা উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে বারবার কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে। আর এই বিষয়েই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের শীর্ষ আদালত।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version