Sunday, August 24, 2025

গণদেবতার জয়, কুৎসার জবাব: পঞ্চায়েতে বিপুল তৃণমূলের বিপুল সাফল্যে বার্তা অভিষেকের

Date:

Share post:

বিরোধীদের একের পর এক অপচেষ্টাকে ব্যর্থ করে পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষেই আস্থা রেখেছে রাজ্যবাসী। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছে ততই দেখা যাচ্ছে গ্রাম বাংলা আস্থা রেখেছে ঘাসফুলের ওপর। রাজ্য পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) তৃণমূলের এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

 

বুধবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর এদিন ফেসবুকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, “জয় পেল গণদেবতা, জয় হল গণতন্ত্রের”। একই সঙ্গে তিনি লেখেন, “মানুষের পঞ্চায়েত গড়ার মহান উদ্দেশ্য নিয়ে ৬০ দিনব্যাপী যেভাবে বাংলার মানুষের সঙ্গে হৃদয়ের অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তা আরো দৃঢ় হল এই পঞ্চায়েত নির্বাচনে মা মাটি মানুষের জয়ের মাধ্যমে। সকল কুৎসা অপপ্রচার ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব দিয়েছে আমার প্রিয় রাজ্যবাসী। উন্নয়নের নব জোয়ার আজ সারা বাংলা জুড়ে পরিলক্ষিত। আপনাদের এই রায় আমার কাছে আদেশ সমান। এই আশীর্বাদ সমর্থন এবং ভালোবাসার মর্যাদা রক্ষা করতে আমি আজীবন অঙ্গীকারবদ্ধ। জয় বাংলা! জয় তৃণমূল।”

উল্লেখ্য, গত মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছিলেন, “সকল মা মাটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়া ফুল। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুণ্ঠ ভালবাসা এবং অপার আশীর্বাদে আমি তথা আমার গোটা তৃণমূল কংগ্রেস পরিবার কৃতজ্ঞ। এই জয় আমার প্রণম্য গণদেবতার জয়। এই নির্বাচন আবারও প্রমাণ করলো, বাংলার মানুষের হৃদয় তৃণমূল কংগ্রেসই আসীন।”

এর পাশাপাশি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আরও লেখেন, “জনগণের পঞ্চায়েত গঠনে আমাদের দল সর্বদা বদ্ধপরিকর। জনসাধারণের উন্নতিকল্পে আমি তথা আমাদের দলের প্রতিটি সদস্য সদা নিবেদিত প্রাণ। এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা সকলে একসঙ্গে আমার প্রিয় বাংলার উন্নয়ন এবং প্রগতি লক্ষ্যে কাজ করে যাব। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ।”

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...