Saturday, August 23, 2025

তিহারে বসেই দলের জয়ে বেজায় খুশি! কেষ্টহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়ের দাপট

Date:

Share post:

আগেভাগেই তিনি দাবি করেছিলেন, তৃণমূল (TMC) জিতবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ভরসা রাখবেন। আর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল সেই ছবি। বীরভূম (Birbhum) জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই ফুটেছে ঘাসফুল। সবুজ ঝড় উঠেছে প্রায় গোটা বীরভূমেই। আর তৃণমূলের এই জয়ের খবর তিহারে (Tihar Jail) বসেই শুনলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেজায় খুশি বীরভূমের নেতা। তবে চলতি বছর নির্বাচনের ময়দান থেকে তিনি অনেকটাই দূরে। বর্তমানে সুদূর তিহার জেলে বসেই দলের জয়ের খবর পেয়েছেন তিনি। তবে তিনি বীরভূমে থাকতে না পারলেও তাঁর গড়ে জয়ের ধারা অব্যহত রাখল তৃণমূল কংগ্রেস।

বীরভূমের দায়িত্ব এখনও খাতায় কলমে তাঁর হাতেই রয়েছে। তাঁর অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর সেই অনুব্রতহীন বীরভূমেই ভালো ফল করল ঘাসফুল শিবির। তবে বুধবার অসুস্থতার কারণে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অনুব্রতকে। একইসঙ্গে ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র, এনামুল। সশরীরে হাজিরা দেন সতীশ কুমার, সায়গল হোসেন, মণীশ কোঠারি এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। রাউস অ্যাভিনিউ কোর্টে আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে তার আগে ১৮ জুলাই দিল্লি হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি রয়েছে অনুব্রতর।

তবে এদিন শুনানি শেষে অনুব্রতর আইনজীবী জানান, অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি অনুব্রত। তবে জেলে বসেও তাঁর মন পড়েছিল বীরভূমের দিকেই। পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকা কেমন ফল করল, তা জানতে উৎসাহ ছিল তুঙ্গে। এরপর আইনজীবীই তাঁকে জানান, বীরভূমে তৃণমূলের জয়জয়কারের কথা। যা শুনে দারুণ খুশি কেষ্ট। তবে এমন জয়ের দিনে নিজের এলাকায় থাকতে না পারার কারণে কষ্ট পাচ্ছেন তিনি।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...