Thursday, November 13, 2025

সমা.লোচনা-কু.ৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা: মমতা, তো.প কেন্দ্রীয় বাহিনীকেও

Date:

সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়ে দিয়েছে বিরোধীরা। রাজ্যে পঞ্চায়েত ভোটে গ্রামবাংলার রায় ফের পক্ষে যাওয়ার পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এত মিথ্যে! সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।“

এর পরেই বিরোধীদের নিশানা করে মমতা বলেন, “আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব।“ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তুলোধনা করেন মমতা। তাঁর কথায়, “৮০ হাজার সেন্ট্রাল ফোর্স ছিল। মঙ্গলবার রাতে, ভাঙড়ে সেন্ট্রাল ফোর্স ছিল। তাহলে গোলমাল হল কেন?“ প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, আরাবুল হেরে গিয়েছে, এই সিট না হারার ছিল না। বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয় ভাঙড়ে- অভিযোগ তৃণমূল (TMC) সুপ্রিমোর। মমতার কথায়, “যারা ব্যবসার স্বার্থে বাংলার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের চিনে রাখুন“।

মমতা বলেন, রাজ্যে ৬২ হাজার বুথে ভোট হয়েছে। বড়জোর ৬০টি বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে। আর তা নিয়েই বাংলাকে বদনাম করা হচ্ছে। “ভোটের দিন যাঁরা ভোট নষ্ট করেছে, পুকুরে ব্যালট বাক্স ফেলছে, কেন গ্রেফতার হবে না?“ প্রশ্ন মমতার।

বিরোধীদের অভিযোগ নিয়ে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি দুঃখিত রাম-বাম-শ্যাম ও আর একজন জোট বেঁধেছিল। প্ল্যান করে করেছে।“ তা সত্ত্বেও বাংলার মানুষ মা-মাটি-মানুষের উপর ভরসা রাখায় তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সঙ্গে এও বলেন, এবার ৯০ শতাংশ সুষ্ঠুভাবে সব হয়েছে। এটা ১০০ভাগ করা চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “পুলিশকে ফ্রিহ্যান্ড দিচ্ছি, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য।“

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ারে যাত্রার ফলেই ভোটে অশান্তি হয়নি বলে মত তৃণমূল সুপ্রিমোর। একই সঙ্গে, যাঁরা নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করেন, তাঁদের অভিনন্দন জানাই।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version