Thursday, August 28, 2025

নন্দীগ্রামে শুভেন্দুকে জোর টক্কর তৃণমূলের, লড়াই হাড্ডাহাড্ডি

Date:

রাজ্যে যে কোনওরকম ভোট মানেই সামনে চলে আসে নন্দীগ্রাম। এবার সেখানেও পঞ্চায়েত নির্বাচন ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। আবার নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ, মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “এখানে আগে গ্রাম পঞ্চায়েতে বিজেপি কখনও জেতেনি। সেই নন্দীগ্রামে এবার পদ্ম ফুটেছে।”

আরও তাৎপর্যপূর্ণ হল, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে তৃণমূলের তেমন ওজনদার কোনও নেতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখপাত্র কুণাল ঘোষকে তমলুকের পর্যবেক্ষক করেছেন। কুণাল অতীতে রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই অর্থে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি বা জননেতা তাঁকে বলা যায় না। সাংগঠনিক দায়িত্ব পালনে অভিজ্ঞতাও শুভেন্দুর তুলনায় অনেক কম।

এদিন ভোটের ফলপ্রকাশের পর কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে মানুষকে ভয় দেখিয়ে ভোটে অশান্তি করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছেন মানুষ।”

সকব মিলিয়ে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আরও পড়ুন- হাতছাড়া সুকান্তর দত্তক গ্রাম, উত্তর-দক্ষিণ দুই দিনাজপুরেই ফুটল জোড়াফুল

Related articles

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে ফেরার লক্ষ্যে সামি

ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের জার্সিতে মাঠে ফিরতে চান মহম্মদ সামি(Mohammed...

মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫!

গণেশ বন্দনার আনন্দ মুহূর্তে বদলে গেছে বিষাদে। উৎসবের মাঝেই মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় (Building collapsed in Maharashtra) মৃতের সংখ্যা...

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় পড়ুয়াদের অন্ধকার ঠেলেছে: জয়েন্টের ফল নিয়ে বিরোধীদের নিশানা মমতা-অভিষেকের

রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসায় ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলা হয়েছে। বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র...

মর্মান্তিক! গণেশ চতুর্থীর পরের দিনই উদ্ধার হস্তিশাবকের দেহ

গণেশ চতুর্থীর(Ganesh Chaturthi) পরের দিনই উদ্ধার হস্তি শাবকের দেহ। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর(West Midnapur) জেলার মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি...
Exit mobile version