Friday, January 30, 2026

সবে শুরু, নন্দীগ্রামে শুভেন্দুকে চোখে সর্ষেফুল দেখানোর হুঁশিয়ারি কুণালের

Date:

Share post:

এবার পঞ্চায়েত নির্বাচনে নিজের জেলাতেই জোর ধাক্কা খেলেন দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিজেদের দখলেই রাখল তৃণমূল। সেখানে দাঁত ফোটাতে পারেনি বিজেপি বা শুভেন্দু। পূর্ব মেদনিপুর জেলা পরিষদ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল শাসক দল।

গোটা জেলার পাশাপাশি শুভেন্দুর গড় নন্দীগ্রামেও ভাল করেছে ঘাসফুল শিবির। নন্দীগ্রামে জেলা পরিষদ আসনেও শুভেন্দুর মুখে ঝামা ঘষে দিয়েছে মানুষ। পঞ্চায়েত সমিতি ও গ্রামসভায় বিজেপি-তৃণমূল সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে। নন্দীগ্রামে রাম-বাম-শ্যাম অশুভ আঁতাত না করলে একটিও গ্রামসভার আসন পেত না বিজেপি। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামে গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল শুভেন্দু। কিন্তু মানুষ সবকিছুকে উপেক্ষা করে তৃণমূলকে সমর্থন করেছে। ভোটের ফলপ্রকাশের পর নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে মানুষকে ভয় দেখিয়ে ভোটে অশান্তি করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছেন মানুষ।”

নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। আবার নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ, মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

এমন টক্করের পর সোশ্যাল মিডিয়ায় নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরের সার্বিক ফলাফল তুলে ধরে শুভেন্দুকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি লেখেন, “নন্দীগ্রামসহ পূর্ব মেদিনীপুরে বেইমান বিধ্বস্ত। জেলা পরিষদ- ৫৬-১৪।
নন্দীগ্রাম: গ্রাম পঞ্চায়েত ৮-৯( আমাদের অভ্যন্তরীণ সমীকরণের জন্য)। পঞ্চায়েত সমিতি: ১-১। জেলা পরিষদ ৩-২। দেখ কেমন লাগে। সবে শুরু। চোখে সর্ষেফুল দেখাবো ব্লকস্তরের নেতা শুভেন্দুকে।”

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...