Tuesday, August 26, 2025

২০-তে ২০: উন্নয়নের পক্ষে গ্রামবাংলা, জেলা পরিষদে শুধুই জোড়াফুল

Date:

টানা ৫০ ঘণ্টার গণনা শেষ। ২০টির মধ্যে ২০টি জেলা পরিষদেই ফুটল ঘাসফুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নের পক্ষে রায় দিল গ্রামবাংলা। সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক প্রগতির প্রশ্নে কোনও আপস নয়।

গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির মতোই জেলা পরিষদেও রাজ্যের শাসকদলের পক্ষেই গেল জনাদেশ। ৮টি জেলাপরিষদে বিরোধীরা অস্তিত্বহীন। ১৩টি জেলায় মুখথুবড়ে পড়েছে BJP। উত্তরের ৪ জেলায় এবং দক্ষিণের ৯ জেলায় খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের ধারাবাহিক উন্নয়ন গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করেছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পের দৌলতে বাংলায় নারীর ক্ষমতায়ণ যথেষ্ট। এর সবকিছুরই প্রতিফলন ঘটেছে ব্যালট বাক্সে।

এত চক্রান্ত, এত ষড়যন্ত্র সত্ত্বেও এই সবুজ ঝড়ে হতাশা বিরোধী শিবির। ব্যালট যুদ্ধে জিততে না পেরে আক্রমণাত্মক হয়ে উঠেছে বিরোধীরা। মঙ্গলবার রাত থেকে বিভিন্ন জায়গায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে তারা। দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী-কাশীনগরে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে তৃণমূলের সক্রিয় কর্মী চাঁদপাড়া গ্রামের বাসিন্দা বিপ্লব হালদারকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির আক্রমণে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩জন তৃণমূল (TMC) কর্মী-সমর্থক। খেজুরিতেও এক তৃণমূল কর্মীর উপরে অত্যাচার চালিয়েছে বিজেপি।

রায়গঞ্জে বিজেপি সাংসদ দেবশ্রী রায়চৌধুরী গণনাকেন্দ্রে ঢুকে পড়েন দলের জেলা সভাপতি এবং কর্মী-সমর্থকদের নিয়ে। বিডিওকে হুমকি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। ভাঙচুরও চালায় গেরুয়া শিবির। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিডিও। হামলা চালিয়েছে বিএসএফও। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান গুরুতর জখম হন বিএসএফ জওয়ানের লাঠির ঘায়ে।

আরও পড়ুন- অনেক ব্যালট পেপারে স্বাক্ষর করেননি কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা: বিস্ফো.রক অভিযোগ মমতার

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version