Wednesday, November 5, 2025

ভাঙড়ে ৩ আইএসএফ কর্মীর মৃ.ত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাই কোর্টে

Date:

গণনায় তৃণমূলের পাল্লা ভারী হতেই মঙ্গলবার রাতে ফের ভাঙড়ে সন্ত্রাস চালিয়েছে আইএসএফ। বোমা, গুলির দাপটে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় বুধবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। মৃত্যু নিয়ে হাই কোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:ফের ভোট অশান্তি মামলা,নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এছাড়াও ভোট গণনা ও হিংসার অভিযোগে এদিন কলকাতা হাইকোর্টে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ।ভোটের পর্বে বহু মৃত্যুর খবর উঠে এসেছে। যদিও এখনও পর্যন্ত শাসক দলের কর্মী-সমর্থকদেরই বেশি প্রাণ গেছে। এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে আরেকটি জনস্বার্থ মামলা। অন্যদিকে মঙ্গলবার ভোট গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থী এবং এজেন্টদের ভোট গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে দ্বারস্থ হয়েছেন আইনজীবী শামিম আহমেদ।

প্রসঙ্গত মঙ্গলবার রাতে তৃণমূলের কাছে গোহারা হারের পর তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে থাকে আইএসএফ কর্মী-সমর্থকরা বলে অভিযোগ। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিন আইএসএফ কর্মীর। গুরুতর আহত হন দুই পুলিশ কর্মীও। তাঁদেরকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আজও থমথমে ভাঙড়ের পরিস্থিতি। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বহু পুলিশ।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version