Sunday, December 21, 2025

হ্যারি কেইনকে রাখতে সপ্তাহে প্রায় ৬ কোটি টাকা দিতে চায় টটেনহাম

Date:

Share post:

মরসুম শেষ হওয়ার অনেক আগে থেকে হ্যারি কেইনের দলবদল নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। প্রথমে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে কেইনকে নেওয়ার কথা শোনা গিয়েছিল।পরে তাঁকে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। শুরুতে তারা কেইনের জন্য ৮৩২ কোটি ৭৬ লাখ টাকা প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই টাকাতেও বায়ার্নে থাকতে রাজি নন কেইন। যদিও জানা গিয়েছে, কেইনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথাও সেরে নিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। তবে টটেনহাম এখনও কেইনকে রেখে দেওয়ার আশা ছাড়ছে না।আর সেই কারণে তারাও বাড়িয়েছে টাকার পরিমাণ।

টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী কেইন। আগামী মরসুম শেষেই টটেনহামের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে। নতুন চুক্তি না করলে আগামী মরসুমের শেষেই মুক্ত খেলোয়াড় হিসেবে শৈশবের ক্লাব ছাড়তে পারবেন কেইন।

তবে কেইন যদি চুক্তির মেয়াদ বাড়ান,সেক্ষেত্রে সপ্তাহে ৫ কোটি ৫৮ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে টটেনহাম।এখন দেখার, কেইন শুধুমাত্র টাকার জন্য ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নেন কিনা। টটেনহামের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন কেইন। ক্লাবটির হয়ে এখনও কোনও শিরোপা জিততে পারেননি।সেই শিরোপা জয়ের লক্ষ্যেই দল পরিবর্তন করতে পারেন এই স্ট্রাইকার। কেইন ও বায়ার্ন কোচ টমাস টুখেল মিউনিখের ক্লাবটির হয়ে জুটি গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। টুখেল কেইন জুটি বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারে বলেও বিশ্বাস বায়ার্ন কোচের। মূলত গত মরসুমে রবার্ট লেভানডফস্কি দল ছাড়ার পর বিপাকে পড়ে যায় বায়ার্ন। সাদিও মানেকে তারা লিভারপুল থেকে নিয়ে এলেও লেভানডফস্কির অভাব তিনি পূরণ করতে পারেননি। নিজেদের স্কোরিং শক্তি বাড়াতেই মূলত কেইনকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ক্লাবটি।

টটেনহামের নতুন কোচ এনজ পোস্তেকোগ্লুর কথাতেও স্পষ্ট, কেইন তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। টটেনহাম কোচ বলছেন, ‘হ্যারি (কেইন) ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তাকে এখানে চাই, চাই টটেনহামের সাফল্য। আমি নিশ্চিত কেইন নিজেও এটাই চায়। কিন্তু হ্যারি এখানে থাকবে এমন কোনও নিশ্চয়তা আমাকে দেওয়া হয়নি, আমি প্রত্যাশাও করছি না।

 

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...