হ্যারি কেইনকে রাখতে সপ্তাহে প্রায় ৬ কোটি টাকা দিতে চায় টটেনহাম

তবে টটেনহাম এখনও কেইনকে রেখে দেওয়ার আশা ছাড়ছে না।আর সেই কারণে তারাও বাড়িয়েছে টাকার পরিমাণ।

মরসুম শেষ হওয়ার অনেক আগে থেকে হ্যারি কেইনের দলবদল নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। প্রথমে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে কেইনকে নেওয়ার কথা শোনা গিয়েছিল।পরে তাঁকে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। শুরুতে তারা কেইনের জন্য ৮৩২ কোটি ৭৬ লাখ টাকা প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই টাকাতেও বায়ার্নে থাকতে রাজি নন কেইন। যদিও জানা গিয়েছে, কেইনের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথাও সেরে নিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। তবে টটেনহাম এখনও কেইনকে রেখে দেওয়ার আশা ছাড়ছে না।আর সেই কারণে তারাও বাড়িয়েছে টাকার পরিমাণ।

টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ২৯ বছর বয়সী কেইন। আগামী মরসুম শেষেই টটেনহামের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে। নতুন চুক্তি না করলে আগামী মরসুমের শেষেই মুক্ত খেলোয়াড় হিসেবে শৈশবের ক্লাব ছাড়তে পারবেন কেইন।

তবে কেইন যদি চুক্তির মেয়াদ বাড়ান,সেক্ষেত্রে সপ্তাহে ৫ কোটি ৫৮ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে টটেনহাম।এখন দেখার, কেইন শুধুমাত্র টাকার জন্য ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নেন কিনা। টটেনহামের বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন কেইন। ক্লাবটির হয়ে এখনও কোনও শিরোপা জিততে পারেননি।সেই শিরোপা জয়ের লক্ষ্যেই দল পরিবর্তন করতে পারেন এই স্ট্রাইকার। কেইন ও বায়ার্ন কোচ টমাস টুখেল মিউনিখের ক্লাবটির হয়ে জুটি গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। টুখেল কেইন জুটি বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারে বলেও বিশ্বাস বায়ার্ন কোচের। মূলত গত মরসুমে রবার্ট লেভানডফস্কি দল ছাড়ার পর বিপাকে পড়ে যায় বায়ার্ন। সাদিও মানেকে তারা লিভারপুল থেকে নিয়ে এলেও লেভানডফস্কির অভাব তিনি পূরণ করতে পারেননি। নিজেদের স্কোরিং শক্তি বাড়াতেই মূলত কেইনকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ক্লাবটি।

টটেনহামের নতুন কোচ এনজ পোস্তেকোগ্লুর কথাতেও স্পষ্ট, কেইন তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। টটেনহাম কোচ বলছেন, ‘হ্যারি (কেইন) ক্লাবের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমি তাকে এখানে চাই, চাই টটেনহামের সাফল্য। আমি নিশ্চিত কেইন নিজেও এটাই চায়। কিন্তু হ্যারি এখানে থাকবে এমন কোনও নিশ্চয়তা আমাকে দেওয়া হয়নি, আমি প্রত্যাশাও করছি না।

 

 

Previous article টমেটোর কিনতে গিয়ে মাথায় হাত সুনীল শেট্টির!
Next articleউন্নয়নের যজ্ঞে সামিল হতে তৃণমূলে যোগদান জয়ী বিজেপি প্রার্থীর