Thursday, January 15, 2026

ব্যালট বক্স হারিয়ে বিজেপি প্রার্থীর কান্না! খুঁজে দিল TMC, জেতার পরই তৃণমূল নেতাকে প্রণাম

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যই নয়, তৈরি হল নজিরও। ব্যালট বাক্স না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বিজেপি প্রার্থী। উদ্যোগী হয়ে খুঁজে দেন তৃণমূল কাউন্সিলর। জয়ের পর সেই তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী।

ঘটনা আরামবাগের। পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনে ভোট গণনা চলছিল। তিনটি ব্যালট বাক্স গণনার পর দেখা যায় বাকি দুটি ব্যালট বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি প্রার্থী অরূপ কুমার দেওয়ান কান্নায় ভেঙে পড়েন। গণনাকেন্দ্র তন্নতন্ন করে খোঁজা শুরু হয়। কিন্তু ব্যালট বাক্সের হদিশই পাওয়া যাচ্ছিল না। এই খবর পান রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলি। তিনি ওই গণনাকেন্দ্রে পৌঁছে রিটার্নিং অফিসারের কাছে যান। তাঁদের অনুরোধ করেন, ব্যালট বাক্স খুঁজে দিতে। খোঁজ মেলে ব্যালট বাক্সের। জয়ী ওই বিজেপি প্রার্থী জেতার পর কাউন্সিলর সাকির আলিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

সাকির আলি বলেন, বিজেপি প্রার্থী ব্যালট বাক্স খুঁজে পাচ্ছে না খবর পেয়ে গণনাকেন্দ্রে যায়। বিডিওর সঙ্গে কথা বলি। বিডিও বলেন, ব্যালট বাক্স পাওয়া গিয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল নির্বিশেষে মানুষের পাশে থাকতে। এলাকার কাউন্সিলর হিসাবে আমার কর্তব্য পালন করেছি। বিজয়ী বিজেপি প্রার্থী অরূপ কুমার দেওয়ান বলেন, সাকিরদার সহযোগিতায় আমি ব্যালট বাক্স খুঁজে পেয়েছি।

আরও পড়ুন- ২০-তে ২০: উন্নয়নের পক্ষে গ্রামবাংলা, জেলা পরিষদে শুধুই জোড়াফুল

 

spot_img

Related articles

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...

সন্ন্যাসীদেরই অবজ্ঞা-অপমান বিজেপির, গর্জে উঠল তৃণমূল

শুধু মুখে হিন্দুত্বের বুলি আর রাম-নাম। আর পদে পদে সনাতনী আধ্যাত্মিক চেতনাকে চরম আঘাত। এসআইআরের নামে এবার কি...