Monday, August 25, 2025

জিএসটিকে আর্থিক তছরূপ আইনের আওতাভুক্ত করা হবে কেন? GST কাউন্সিলের বৈঠকে সরব চন্দ্রিমা

Date:

জিএসটিকে আর্থিক তছরূপ আইনের আওতাভুক্ত করা হবে কেন? ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে মানুষকে গ্রেফতার ও হেনস্থা করার কাজে লাগানো হচ্ছে। এর বিরুদ্ধে মঙ্গলবার জিএসটি কাউন্সিলের বৈঠকে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সঙ্গে গলা মেলান একাধিক বিজেপি বিরোধী রাজ্যের প্রতিনিধিরাও।

ইডি, সিবিআইয়ের মত এজেন্সিগুলির অপব্যবহার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ৫০তম জিএসটি কাউন্সিলের বৈঠক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সামনেই এর বিরুদ্ধে চড়া সুরে প্রতিবাদ জানান বাংলার অর্থমন্ত্রী। গত ৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার জানায়, এবার থেকে জিএসটিকে আর্থিক তছরূপ আইন বা পিএমএলএ-র আওতাভুক্ত করা হবে। অর্থাৎ যিনি পণ্য ও পরিষেবা কর প্রদান করেন, এবার থেকে প্রয়োজনে আর্থিক তছরূপ আইনে তাঁকে বিচার ও শাস্তি দেওয়া যাবে। এই বিরুদ্ধে মঙ্গলবার জিএসটি কাউন্সিলের বৈঠকে বিরোধীরা একযোগে চেপে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। জানা গিয়েছে, এদিনের বৈঠকে জিএসটিকে আর্থিক তছরূপ আইনের আওতায় আনার বিরোধিতা করে সরব হন দিল্লির অর্থমন্ত্রী। তাঁর পাশে দাঁড়ান বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ পাঞ্জাব, তামিলনাড়ু, কর্নাটক, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো অবিজেপি রাজ্যের প্রতিনিধিরা।

বিরোধীদের চাপের মুখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে। বিরোধীরা অভিযোগ করেন, আমরা দেখেছি ইডিকে কীভাবে মানুষকে হেনস্থা এবং গ্রেফতার করার কাজে লাগানো হচ্ছে। আমরা এর বিরোধিতা করে আলোচনার দাবি জানিয়েছি। চন্দ্রিমা ভট্টাচার্য প্রস্তাব দেন, জিএসটি নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে, তার দিকে নজর রাখা হোক। তা না করে, কেন এই কর কাঠামোকে আর্থিক তছরূপ আইনের আওতাভুক্ত করা হবে?

আরও পড়ুন- জোট থেকে ঘোঁট, বিরোধীদের সব অপচেষ্টা ব্যর্থ করে তৃণমূলেই আস্থা বাংলার গ্রামের

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version