Thursday, August 21, 2025

ঘণ্টার পর ঘণ্টা পাবজি গেমে মত্ত!মানসিক রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ রাজস্থানের কিশোর

Date:

অনলাইন গেমে আসক্ত হয়ে মানসিক স্বাস্থ্যের অবনতি হল এক ১৫ বছরের কিশোরের৷ পাবজি, ফ্রি-ফায়ারের মতো গেম খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে রাজস্থানের আলওয়ারের বাসিন্দা ওই কিশোর৷ মোবাইল গেমে আসক্তি থেকে এখন তার হাত অনবরত কাঁপতেই থাকে৷ মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়েছে৷
সপ্তম শ্রেণির ছাত্রটি গত ছ’ মাস ধরে প্রতিদিন ১৫ ঘণ্টা করে পাবজি, ফ্রি ফায়ার খেলছে। এই বদভ্যাস প্রভাব ফেলেছে তাঁর মস্তিষ্কে। রাতবিরেতে ঘুমের মধ্যে খেলার বিভিন্ন শব্দ চিৎকার করে উঠছে সে। খাওয়া দাওয়া মাথায় উঠেছিল তার। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে তাঁকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চলছে চিকিৎসা এবং কাউন্সেলিং।
ছেলের মোবাইল গেমের নেশায় অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তার বাবা-মা। কু-অভ্যাস ছাড়াতে শেষ দু’ মাসে বহু চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। সুযোগ পেলেই ফোন হাতে বসে পড়ত সে।জানা গিয়েছে, কিশোরের বাবা রিকশা চালান এবং মা বাড়ি বাড়ি কাজ করেন।
ব্যাটল রয়্যাল গেমের নেশায় এতটাই আসক্ত হয়ে পড়েছিল সে যে খেতেই চাইত না। ঘুমের মধ্যে ‘গুলি কর, গুলি কর’ চিৎকার করে উঠত সে, দুই হাত কাঁপতে থাকত ভীষণভাবে।পরিস্থিতি অবনতির দিকে গেলে তার বাবা-মা জয়পুর হাসপাতালের শরণাপন্ন হন।

এই মুহূর্তে আলওয়ারের এক হস্টেলে রাখা হয়েছে ছেলেটিকে। চিকিৎসকরা খেয়াল রাখছেন এবং প্রতিদিন কতটা উন্নতি হচ্ছে সেদিকে নজর রাখছেন। ডিজেবিলিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেনার ভবানী শর্মা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অতিরিক্ত মোবাইল গেম খেলার জন্যই মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে ওই কিশোরের।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version