Wednesday, August 20, 2025

‘জওয়ান’ শাহরুখ নন, ট্রেলারে নারী বাহিনীকে দেখেই উচ্ছ্বসিত গৌরী!

Date:

৫৭ বছর বয়সে ‘জোয়ান’ শাহরুখ খান (SRK) এবার ‘জওয়ান’ অবতারে ধরা দিতে চলেছেন বলিউডের পর্দায়। ‘বুড়ো হারে ভেলকি’ কথাটা বোধহয় অভিনেতার জন্য একেবারে যথাযথ প্রমাণিত হয়েছে ২০২৩-এ। বছরের শুরুতে ‘পাঠান’ মাঝে ‘জওয়ান’ (Jawan ) শেষে ‘ডাঙ্কি’ । যখন কিং ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে, তখন নতুন ছবির ট্রেলারে নারী বাহিনীর হুংকার দেখে উচ্ছ্বসিত বাদশা পত্নী গৌরী খান (Gauri Khan)। ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখার পর স্ত্রীর প্রতিক্রিয়া সমাজ মাধমে ফাঁস করলেন শাহরুখ (Shahrukh Khan)।

সদ্য প্রিভিউ ট্রেলার প্রকাশ্যে এসেছে, দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ। ‘জওয়ান’-এর শুরু থেকে শেষ বাদশার নানা রকম লুক আর দাপট শিহরণ জাগিয়েছে ফ্যানেদের মনে। কিন্তু শাহরুখ ঘরনী কুর্নিশ জানিয়েছেন নারী বাহিনীর জয়জয়কারকে। ট্রেলারে দক্ষিণী সুপারস্টার নয়নতারা(Nayantara), প্রিয়ামণির পাশাপাশি দঙ্গল গার্ল সানিয়া মালহোত্রা, মারাঠি অভিনেত্রী গিরিজা ওক বলিউডের পদ্মাবতী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)দেখা মিলেছে। কিং খানের ‘জওয়ান’-এর মহিলা বাহিনী ঝলকেই তাদের ঝাঁজ বুঝিয়েছেন। এই ব্যাপারটা মনে ধরেছে গৌরী খানের। বৃহস্পতিবার ‘জওয়ান’-এর নয়া পোস্টার প্রকাশ্যে নিয়ে আসার আগে টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন শাহরুখ। এর আগেও বলি বাদশা বারবারই বলেছেন যে তিনি মহিলাদের কতটা সম্মান করেন এবং তাঁর নানা কাজে ও কথায় তার প্রকাশও মিলেছে। এবার প্রশ্ন ছিল, এই ছবিতে যেভাবে মহিলাদের দাপটকে স্পষ্ট করে দেখানো হয়েছে তাতে গৌরী কতটা খুশি হয়েছেন ? উত্তরে অভিনেতা জানান “সিনেমায় নারী শক্তিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা গৌরীর খুব ভাল লেগেছে।” আর সেই কারণেই নতুন ছবি নিয়ে প্রশংসার সুর শোনা গেছে ‘মন্নত’ মালকিনের গলায়।

 

 

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version