Sunday, November 2, 2025

‘জওয়ান’ শাহরুখ নন, ট্রেলারে নারী বাহিনীকে দেখেই উচ্ছ্বসিত গৌরী!

Date:

৫৭ বছর বয়সে ‘জোয়ান’ শাহরুখ খান (SRK) এবার ‘জওয়ান’ অবতারে ধরা দিতে চলেছেন বলিউডের পর্দায়। ‘বুড়ো হারে ভেলকি’ কথাটা বোধহয় অভিনেতার জন্য একেবারে যথাযথ প্রমাণিত হয়েছে ২০২৩-এ। বছরের শুরুতে ‘পাঠান’ মাঝে ‘জওয়ান’ (Jawan ) শেষে ‘ডাঙ্কি’ । যখন কিং ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে, তখন নতুন ছবির ট্রেলারে নারী বাহিনীর হুংকার দেখে উচ্ছ্বসিত বাদশা পত্নী গৌরী খান (Gauri Khan)। ‘জওয়ান’-এর পয়লা ঝলক দেখার পর স্ত্রীর প্রতিক্রিয়া সমাজ মাধমে ফাঁস করলেন শাহরুখ (Shahrukh Khan)।

সদ্য প্রিভিউ ট্রেলার প্রকাশ্যে এসেছে, দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ। ‘জওয়ান’-এর শুরু থেকে শেষ বাদশার নানা রকম লুক আর দাপট শিহরণ জাগিয়েছে ফ্যানেদের মনে। কিন্তু শাহরুখ ঘরনী কুর্নিশ জানিয়েছেন নারী বাহিনীর জয়জয়কারকে। ট্রেলারে দক্ষিণী সুপারস্টার নয়নতারা(Nayantara), প্রিয়ামণির পাশাপাশি দঙ্গল গার্ল সানিয়া মালহোত্রা, মারাঠি অভিনেত্রী গিরিজা ওক বলিউডের পদ্মাবতী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)দেখা মিলেছে। কিং খানের ‘জওয়ান’-এর মহিলা বাহিনী ঝলকেই তাদের ঝাঁজ বুঝিয়েছেন। এই ব্যাপারটা মনে ধরেছে গৌরী খানের। বৃহস্পতিবার ‘জওয়ান’-এর নয়া পোস্টার প্রকাশ্যে নিয়ে আসার আগে টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব রেখেছিলেন শাহরুখ। এর আগেও বলি বাদশা বারবারই বলেছেন যে তিনি মহিলাদের কতটা সম্মান করেন এবং তাঁর নানা কাজে ও কথায় তার প্রকাশও মিলেছে। এবার প্রশ্ন ছিল, এই ছবিতে যেভাবে মহিলাদের দাপটকে স্পষ্ট করে দেখানো হয়েছে তাতে গৌরী কতটা খুশি হয়েছেন ? উত্তরে অভিনেতা জানান “সিনেমায় নারী শক্তিকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা গৌরীর খুব ভাল লেগেছে।” আর সেই কারণেই নতুন ছবি নিয়ে প্রশংসার সুর শোনা গেছে ‘মন্নত’ মালকিনের গলায়।

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version