Monday, November 24, 2025

অভিনেত্রীর ভু.য়ো প্রোফাইলে টাকা চাওয়ার অভি.যোগ! পুলিশের দ্বারস্থ অনিন্দিতা নিজেই

Date:

Share post:

তারকাদের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া কিংবা ভুয়ো প্রোফাইল তৈরি করে অন্যকে হেন.স্থা করার ঘটনা নতুন নয়। সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মাঝেই তাঁদের নামে প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন। সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে (Anindita Roychowdhury)। তবে শিল্পী রীতিমতো ভয় পেয়েছেন এটা স্পষ্ট, কারণ তাঁর নাম নিয়ে প্রোফাইল তৈরি করে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে। বিষয়টি সকলের গোচরে আনতে নিজেই পোস্ট করলেন অনিন্দিতা (Anindita Roychowdhury)। ইতিমধ্যে সাইবার বিভাগে অভিযোগও দায়ের করেছেন।

টেলি পর্দার চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। ছোট বড় সব সিরিয়ালে তাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চেনে বাঙালি । অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর নামের বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে চেনা পরিচিতদের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে যান অনিন্দিতা। কোথাও কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, নোংরা মেসেজ পাঠানো হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছে তিনি নাকি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এরপর আর দেরি করেননি অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যাঁরা এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাঁরা যেন অবশ্যই গোটা কনভারসেশন স্ক্রিনশটের মাধ্যমে তাঁকে পাঠিয়ে দেন। এবার পুলিশের কাছেই অভিযোগ করার মনস্থির করেছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনিতেই সিরিয়াল এবং নতুন সিরিজ নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন। তার মধ্যে এই ধরনের ঘটনায় মানসিক চাপ বাড়ছে বলে জানান অনিন্দিতা রায়চৌধুরী।

 

 

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...