অভিনেত্রীর ভু.য়ো প্রোফাইলে টাকা চাওয়ার অভি.যোগ! পুলিশের দ্বারস্থ অনিন্দিতা নিজেই

Date:

Share post:

তারকাদের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া কিংবা ভুয়ো প্রোফাইল তৈরি করে অন্যকে হেন.স্থা করার ঘটনা নতুন নয়। সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মাঝেই তাঁদের নামে প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন। সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে (Anindita Roychowdhury)। তবে শিল্পী রীতিমতো ভয় পেয়েছেন এটা স্পষ্ট, কারণ তাঁর নাম নিয়ে প্রোফাইল তৈরি করে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে। বিষয়টি সকলের গোচরে আনতে নিজেই পোস্ট করলেন অনিন্দিতা (Anindita Roychowdhury)। ইতিমধ্যে সাইবার বিভাগে অভিযোগও দায়ের করেছেন।

টেলি পর্দার চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। ছোট বড় সব সিরিয়ালে তাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চেনে বাঙালি । অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর নামের বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে চেনা পরিচিতদের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে যান অনিন্দিতা। কোথাও কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, নোংরা মেসেজ পাঠানো হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছে তিনি নাকি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এরপর আর দেরি করেননি অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যাঁরা এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাঁরা যেন অবশ্যই গোটা কনভারসেশন স্ক্রিনশটের মাধ্যমে তাঁকে পাঠিয়ে দেন। এবার পুলিশের কাছেই অভিযোগ করার মনস্থির করেছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনিতেই সিরিয়াল এবং নতুন সিরিজ নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন। তার মধ্যে এই ধরনের ঘটনায় মানসিক চাপ বাড়ছে বলে জানান অনিন্দিতা রায়চৌধুরী।

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...