Sunday, May 18, 2025

অভিনেত্রীর ভু.য়ো প্রোফাইলে টাকা চাওয়ার অভি.যোগ! পুলিশের দ্বারস্থ অনিন্দিতা নিজেই

Date:

তারকাদের সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া কিংবা ভুয়ো প্রোফাইল তৈরি করে অন্যকে হেন.স্থা করার ঘটনা নতুন নয়। সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মাঝেই তাঁদের নামে প্রোফাইল খোলা হয়েছে বলে অভিযোগ করেন। সেই তালিকায় দেখা গেল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে (Anindita Roychowdhury)। তবে শিল্পী রীতিমতো ভয় পেয়েছেন এটা স্পষ্ট, কারণ তাঁর নাম নিয়ে প্রোফাইল তৈরি করে সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ছে। বিষয়টি সকলের গোচরে আনতে নিজেই পোস্ট করলেন অনিন্দিতা (Anindita Roychowdhury)। ইতিমধ্যে সাইবার বিভাগে অভিযোগও দায়ের করেছেন।

টেলি পর্দার চেনা মুখ অনিন্দিতা রায়চৌধুরী। ছোট বড় সব সিরিয়ালে তাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে চেনে বাঙালি । অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর নামের বিভিন্ন ভুয়ো প্রোফাইল থেকে চেনা পরিচিতদের কাছে উল্টোপাল্টা মেসেজ যাচ্ছে। ব্যাপারটা জানাজানি হওয়ার পর রীতিমতো চিন্তায় পড়ে যান অনিন্দিতা। কোথাও কাজ দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে, নোংরা মেসেজ পাঠানো হচ্ছে, কোথাও আবার বলা হচ্ছে তিনি নাকি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। এরপর আর দেরি করেননি অনিন্দিতা সঙ্গে সঙ্গে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত অভিনেত্রী প্রত্যেকের কাছে অনুরোধ করেছেন যাঁরা এই ধরনের কোনও অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন, তাঁরা যেন অবশ্যই গোটা কনভারসেশন স্ক্রিনশটের মাধ্যমে তাঁকে পাঠিয়ে দেন। এবার পুলিশের কাছেই অভিযোগ করার মনস্থির করেছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এমনিতেই সিরিয়াল এবং নতুন সিরিজ নিয়ে যথেষ্ট ব্যস্ত আছেন। তার মধ্যে এই ধরনের ঘটনায় মানসিক চাপ বাড়ছে বলে জানান অনিন্দিতা রায়চৌধুরী।

 

 

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version