Thursday, August 28, 2025

বাস্তিল দিবস: ফ্রান্স প্রেসিডেন্টের আমন্ত্রণে প্যারিস পৌঁছলেন নরেন্দ্র মোদি

Date:

বাস্তিল দিবস উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্স প্রেসিডেন্ট(France Precident)। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার প্যারিস পৌঁছলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ ওরলি বিমানবন্দরে তাঁর বিমান অবতরণ করে। মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে।

প্রধানমন্ত্রীর এই সফরে ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং বাণিজ্য সংক্রান্ত একাধিক চুক্তি সাক্ষর হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আমন্ত্রণে সাড়া দিয়েই প্রধানমন্ত্রীর এই সফর। ফ্রান্স থেকে ফেরার পথে এক দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে সফর সেরে দেশে ফিরবেন নরেন্দ্র মোদি। এদিন ফ্রান্স সফরের আগে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানান, তাঁর সফরের ফলে ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরালো এবং সৌহার্দ্যপূর্ণ হবে। সফরের আগে প্রধানমন্ত্রী তাঁর যাত্রা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জানান, গত আড়াই দশকের নয়াদিল্লি-প্যারিস কূটনৈতিক সখ্যের কথা।

এদিন মোদির সফরের আগেই ভারতীয় নৌসেনার জন্য ২৬টি ‘মেরিন রাফাল’ কেনা এবং ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে আরও তিনটি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানোর বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছে। বাস্তিল দিবস উপলক্ষে যে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে, সেখানে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার (স্থল, বায়ু এবং নৌ সেনা বাহিনী) সদস্যদের একটি যৌথ বাহিনীও অংশগ্রহণ করবে।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version