এবার পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি ভোটে জয়ী প্রার্থী কে জানেন?

পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা থেকে দারুণ ফল করেছে শাসক দল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রায় সব কটি আসন দখল করেছে ঘাসফুল শিবির

রাজ্যজুড়ে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট কোন প্রার্থী পেয়েছেন? তা জানার আগ্রহ ছিল অনেকের। সেই নাম এবার সামনে এলো। এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী প্রার্থী তৃণমূলের সামসুল আলম তরফদার। ৬৭,৮০২ ভোটে তিনি জয়লাভ করেছেন।সামসুল হাওড়া জেলা পরিষদের ৬ নম্বর আসন থেকে জোড়াফুলের প্রতীকে ভোটে লড়েছিলেন।

পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা থেকে দারুণ ফল করেছে শাসক দল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রায় সব কটি আসন দখল করেছে ঘাসফুল শিবির। এখন জেলা পরিষদের ৬ নম্বর আসনে তৃণমূল প্রার্থী ছিলেন সামসুল আলম তরফদার। ফল বেরতেই দেখা গেল, রেকর্ড ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ৬৭,৮০২ ভোট পেয়েছেন তিনি। যা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট বলে দাবি করেছেন জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার সাফল্য এনেছে।

অন্যদিকে, সবথেকে বেশি ভোটে জিতে সামসুল আলম জানান, “জয় নিশ্চিত ছিল। বেশি ভোট পাব সেটাও জানতাম। তবে এতটা আশা করিনি। তবে আগামিদিনে দল যা নির্দেশ দেবে সেইমতো কাজ করব। সবার কাছে পরিষেবা পৌঁছে দেব। মানুষের পাশে থাকব।”