Friday, November 7, 2025

চিন (China)যতই আস্ফালন করুক না কেন, অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)যে আসলে ভারতের অবিচ্ছেদ্য অংশ এবার গোটা বিশ্বের কাছে সেটাই স্পষ্ট করে জানাল আমেরিকা (America)। পাশাপাশি লাদাখে চিনা ফৌজের আগ্রাসন এবং ইউক্রেন দখলের জন্য রাশিয়ার হামলাকে একই ধরণের অন্যায় বলে ব্যাখ্যা দিয়ে কার্যত নয়া দিল্লির পাশে থাকার বার্তাই দিল হোয়াইট হাউস (White House)। বৃহস্পতিবার সেনেটর জেফ মার্কলে, বিল হ্যাগারটি, টিম কেইন এবং ক্রিস ভ্যান হোলেন (Jeff Merkley, Bill Haggerty, Tim Cain and Chris Van Hollen) একটি প্রস্তাব উত্থাপন করে জানান, অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সে বিষয়ে আমেরিকা (USA Government) নিশ্চিত। এটা নিয়ে কোনও তর্ক বা প্রশ্নের জায়গা নেই। পাশাপাশি এটাও বলা হয় যে গণপ্রজাতন্ত্রী চিন (China) ভারতীয় (India)প্রদেশের ওই অংশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বিঘ্নিত করতে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, আমেরিকা তার তীব্র নিন্দা করছে।

বেশ কিছু বছর ধরেই অরুণাচলের একাংশ চিনা সেনা জবরদখল করে রয়েছে বলে ভারতীয় সেনার (Indian Army) তরফে অভিযোগ করা হয়। এবং এই নিয়ে নয়াদিল্লি এবং বেজিংয়ের মধ্যে পুরনো দ্বন্দ্ব অজানা নয়। গত দুবছরে এই কারণে একাধিকবার দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চলতি মাসে নয়াদিল্লির আপত্তি উড়িয়ে অরুণাচলের ১১টা এলাকার নতুন নামকরণ করেছে শি জিনপিংয়ের সরকার। কিন্তু ভারত বরাবরই নিজের অবস্থান স্পষ্ট রেখেছে। এই পরিস্থিতিতে বাইডেন সরকারের এই ঘোষণা যে বেশ তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। সেনেটের এই প্রস্তাব আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে আমেরিকার দৃঢ় সম্পর্কের বার্তা দিল তা বলাইবাহুল্য।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version