Monday, December 29, 2025

দলত্যাগের পুরস্কার! অজিত পওয়ারকে অর্থ দফতর দিল বিজেপি

Date:

Share post:

দল ভাঙিয়ে নিয়ে পুরস্কার দিল বিজেপি। মহারাষ্ট্রের (Maharastra) অর্থ দফতর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের থেকে নিয়ে দেওয়া হল NCP-র ‘বিদ্রোহী’ নেতা তথা অপর উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে (Ajit Pawer)। শুক্রবার, একনাথ শিন্ডের মন্ত্রিসভার অজিত শিবিরের মন্ত্রীরা নারী এবং শিশুকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি, সমবায়, খাদ্য ও সরবরাহ, ডাক্তারি শিক্ষা ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩জন বিধায়ক রয়েছেন। দলত্যাগবিরোধী আইন এড়াতে ৩৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন অজিতদের। ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে রবিবার, মহারাষ্ট্রের শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রিপদে শপথ নেন অজিত-সহ ৯ এনসিপি বিধায়ক। তবে, এনডিএতে অজিত গোষ্ঠীর যোগদানে অসন্তুষ্ট শিন্ডে শিবিরের বড় অংশ। গুরুত্বপূর্ণ দফতরগুলির অধিকাংশই অজিতগোষ্ঠী ও বিজেপির কাছে চলে যাওয়ায় শিন্ডে শিবিরের গুরুত্ব কমে গেল বলে মত রাজনৈতিক মহলের। তাদের মতে, দল ভাঙিয়ে অজিত গোষ্ঠীকে টেনে তারই পুরস্কার দিল বিজেপি।

কাকা শরদ পাওয়ারে হাত ছেড়ে মহারাষ্ট্রের জোট সরকারের জোট দিয়েছেন অজিত ও তাঁর অনুগামীরা। অনুমোদন ছাড়াই অজিতের এই পদক্ষেপে ক্ষুব্ধ এনসিপি সভাপতি শরদ পওয়ার তাঁদের বহিষ্কার করেন। কাকাকে বাদ দিয়ে দলের সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করেন অজিত পওয়ার। দলের নাম ও প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। শরদ গোষ্ঠীও গিয়েছে নির্বাচন কমিশনে। এখন মহারাষ্ট্র মন্ত্রিসভায় কাদের দাপট বেশি থাকে সেটাই দেখার।

আরও পড়ুন:বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সম*স্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

 

spot_img

Related articles

আজ বিষ্ণুপুর বিধানসভায় ‘সেবাশ্রয় ২’ স্বাস্থ্যশিবির পরিদর্শনে যাবেন অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভার সব নাগরিকদের সুস্বাস্থ্যের লক্ষ্যে ডিসেম্বরের গোড়া থেকে 'সেবাশ্রয় ২' (Sebaashray 2) ক্যাম্প চালু করেছেন তৃণমূল...

অন্ধ্রপ্রদেশে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক কামরা

রবিবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ১৫৮ জন যাত্রীবোঝাই ট্রেনে প্যান্ট্রি কারের ঠিক পাশেই দুটি কোচে...

আজ দুর্গা অঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, ১৭ একরেরও বেশি জমিতে প্রকল্পের সূচনা

নিউটাউনে আজ 'দুর্গা অঙ্গন'-এর শিলান্যাস করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) নির্মাণের...

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...