Thursday, August 28, 2025

দল ভাঙিয়ে নিয়ে পুরস্কার দিল বিজেপি। মহারাষ্ট্রের (Maharastra) অর্থ দফতর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের থেকে নিয়ে দেওয়া হল NCP-র ‘বিদ্রোহী’ নেতা তথা অপর উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে (Ajit Pawer)। শুক্রবার, একনাথ শিন্ডের মন্ত্রিসভার অজিত শিবিরের মন্ত্রীরা নারী এবং শিশুকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি, সমবায়, খাদ্য ও সরবরাহ, ডাক্তারি শিক্ষা ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩জন বিধায়ক রয়েছেন। দলত্যাগবিরোধী আইন এড়াতে ৩৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন অজিতদের। ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে রবিবার, মহারাষ্ট্রের শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রিপদে শপথ নেন অজিত-সহ ৯ এনসিপি বিধায়ক। তবে, এনডিএতে অজিত গোষ্ঠীর যোগদানে অসন্তুষ্ট শিন্ডে শিবিরের বড় অংশ। গুরুত্বপূর্ণ দফতরগুলির অধিকাংশই অজিতগোষ্ঠী ও বিজেপির কাছে চলে যাওয়ায় শিন্ডে শিবিরের গুরুত্ব কমে গেল বলে মত রাজনৈতিক মহলের। তাদের মতে, দল ভাঙিয়ে অজিত গোষ্ঠীকে টেনে তারই পুরস্কার দিল বিজেপি।

কাকা শরদ পাওয়ারে হাত ছেড়ে মহারাষ্ট্রের জোট সরকারের জোট দিয়েছেন অজিত ও তাঁর অনুগামীরা। অনুমোদন ছাড়াই অজিতের এই পদক্ষেপে ক্ষুব্ধ এনসিপি সভাপতি শরদ পওয়ার তাঁদের বহিষ্কার করেন। কাকাকে বাদ দিয়ে দলের সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করেন অজিত পওয়ার। দলের নাম ও প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। শরদ গোষ্ঠীও গিয়েছে নির্বাচন কমিশনে। এখন মহারাষ্ট্র মন্ত্রিসভায় কাদের দাপট বেশি থাকে সেটাই দেখার।

আরও পড়ুন:বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সম*স্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

 

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version