Saturday, January 10, 2026

সুপ্রিম কোর্টে যমুনার জল, বন্যা সামলাতে সেনার সাহায্য চাইলেন কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লির বন্যা পরিস্থিতি (Delhi flood condition) ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যমুনার জলস্তর (yamuna water level) তার ২০৭.৪৯ মিটারের রেকর্ড বুধবার ভেঙে ফেলেছে। ১২ জুলাই দুপুর ১টায় দিল্লি রেলসেতুর কাছে যমুনার জলস্তর উঠেছিল ২০৭.৫৫ মিটার, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। এই অবস্থায় বেগতিক দেখে সেনার সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জল যন্ত্রণা থেকে রাজধানীকে মুক্তি দিতে এবার রাস্তায় নামল সেনা (Army)। পাশাপাশি পানীয় জলের সংকট বেড়েছে। আজ দেশের শীর্ষ আদালতের সাম্নেও যমুনার জল পৌঁছে গেল। বিপর্যয় মোকাবিলা দফতরের (NDRF)পাশাপাশি এবার সেনা নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Delhi CM)।

গতকাল লালকেল্লার দেওয়াল ছুঁয়েছে যমুনার জল। রবিবার পর্যন্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানজটে নাকাল অধিবাসীরা। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে নদীতে। যার জেরে যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে।দিল্লির সচিবালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সর্বত্রই শুধু জল আর জল। কাশ্মীরি গেট, মজনু কি টিলা, আইটিও জলমগ্ন। দিল্লির জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেটও ডুবে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ– বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে নেমেছে হড়পা বান। তার জেরে নেমেছ ধস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট সব ভেসে গেছে, আর চরম হয়েছে জল সংকট। ওয়াজ়িরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলায় জল শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে দুর্ভোগ আরও বেড়েছে। যমুনা যেভাবে ফুলে ফেঁপে উঠে গর্জন করতে শুরু করেছে তাতে গত ১০ বছরে এই প্রথম এত বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...