Friday, November 28, 2025

সুপ্রিম কোর্টে যমুনার জল, বন্যা সামলাতে সেনার সাহায্য চাইলেন কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লির বন্যা পরিস্থিতি (Delhi flood condition) ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যমুনার জলস্তর (yamuna water level) তার ২০৭.৪৯ মিটারের রেকর্ড বুধবার ভেঙে ফেলেছে। ১২ জুলাই দুপুর ১টায় দিল্লি রেলসেতুর কাছে যমুনার জলস্তর উঠেছিল ২০৭.৫৫ মিটার, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। এই অবস্থায় বেগতিক দেখে সেনার সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জল যন্ত্রণা থেকে রাজধানীকে মুক্তি দিতে এবার রাস্তায় নামল সেনা (Army)। পাশাপাশি পানীয় জলের সংকট বেড়েছে। আজ দেশের শীর্ষ আদালতের সাম্নেও যমুনার জল পৌঁছে গেল। বিপর্যয় মোকাবিলা দফতরের (NDRF)পাশাপাশি এবার সেনা নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Delhi CM)।

গতকাল লালকেল্লার দেওয়াল ছুঁয়েছে যমুনার জল। রবিবার পর্যন্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানজটে নাকাল অধিবাসীরা। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে নদীতে। যার জেরে যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে।দিল্লির সচিবালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সর্বত্রই শুধু জল আর জল। কাশ্মীরি গেট, মজনু কি টিলা, আইটিও জলমগ্ন। দিল্লির জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেটও ডুবে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ– বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে নেমেছে হড়পা বান। তার জেরে নেমেছ ধস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট সব ভেসে গেছে, আর চরম হয়েছে জল সংকট। ওয়াজ়িরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলায় জল শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে দুর্ভোগ আরও বেড়েছে। যমুনা যেভাবে ফুলে ফেঁপে উঠে গর্জন করতে শুরু করেছে তাতে গত ১০ বছরে এই প্রথম এত বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...