Friday, November 7, 2025

ত্রাতা ‘দিদির সুরক্ষা কবচ’! ১০ বছরের রাজকে কাছে পেয়ে উচ্ছসিত পরিবার

Date:

সুমন করাতি

ভুলবশত ট্রেনে চেপে চলে এসেছিল কলকাতা। ১০ বছরের সেই খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Surakkha Kabach)। সদ্য পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জিতেছে তৃণমূল (TMC)। বাংলার গ্রাম দখলে এসেছে ঘাসফুল শিবিরের। চারিদিকে সেই জয়ের সেলিব্রেশন চলছে। আর এসবের মধ্যেই ঘটে গেল এক অবাক কাণ্ড। মুর্শিদাবাদ (Murshidabad) ইসলামপুরের (Islampur) বাসিন্দা বছর দশেকের রাজ ইসলাম বেরিয়েছিল তৃণমূলের বিজয়োৎসব দেখবে বলে। তবে এরই মধ্যে আচমকা রাজ কখন সেই সেলিব্রেশন দেখবে বলে স্টেশনে চলে আসে তার আর খেয়াল নেই। মূলত বাজি ফাটানো দেখার খুব শখ তার, আর সেকারণেই ট্রেনে চেপে আরেকটু ঘুরে দেখার আনন্দে আচমকাই চলে আসে শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ আসতেই তার মনে হয় আর হয়তো সে বাড়ি ফিরতে পারবে না। তবুও একবার শেষ চেষ্টা করে সে।

কিন্তু কিছুক্ষণ পরই বাড়ি ফেরার ট্রেনে চাপে রাজ। তবে সে ঠিক লাইনেরই ট্রেনে চেপেছিল কিন্তু সেটা শিয়ালদহ-কাটোয়া লোকাল ছিল। কিছুদূর যাওয়ার পরই সম্বিত ফেরে তার। হুগলির জুবিলী ব্রিজ পার করতেই তার মনে হয় সে ভুল রাস্তায় এসে পড়েছে। তাই সঠিক জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে সে। আর স্টেশনে নেমেই নেমেই দিশাহারা হয়ে পড়ে রাজ। স্টেশনে নেমেই কাঁদতে শুরু করে সে। এলাকাবাসী ও টোটো চালকরা রাজকে দেখার সঙ্গে সঙ্গেই রাজকে নিয়ে চলে আসে চুঁচুড়া আরোগ্যতে।

এরপরই আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে দিদির সুরক্ষা কবচের বেল্ট পড়ানো রয়েছে। সেখানে লেখা মুর্শিদাবাদ ইসলামপুর। এরপরই মুর্শিদাবাদ ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখাতেই চিনতে পারে রাজ। পরে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করে অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। ইন্দ্রজিৎ জানান, হয়তো তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রীকে চেনে, আর খুব সহজেই তাকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে। আর হারানো ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রাজের পরিবার। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

 

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version