Friday, November 7, 2025

ত্রাতা ‘দিদির সুরক্ষা কবচ’! ১০ বছরের রাজকে কাছে পেয়ে উচ্ছসিত পরিবার

Date:

সুমন করাতি

ভুলবশত ট্রেনে চেপে চলে এসেছিল কলকাতা। ১০ বছরের সেই খুদেকে ঘরে ফেরাল ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Surakkha Kabach)। সদ্য পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) জিতেছে তৃণমূল (TMC)। বাংলার গ্রাম দখলে এসেছে ঘাসফুল শিবিরের। চারিদিকে সেই জয়ের সেলিব্রেশন চলছে। আর এসবের মধ্যেই ঘটে গেল এক অবাক কাণ্ড। মুর্শিদাবাদ (Murshidabad) ইসলামপুরের (Islampur) বাসিন্দা বছর দশেকের রাজ ইসলাম বেরিয়েছিল তৃণমূলের বিজয়োৎসব দেখবে বলে। তবে এরই মধ্যে আচমকা রাজ কখন সেই সেলিব্রেশন দেখবে বলে স্টেশনে চলে আসে তার আর খেয়াল নেই। মূলত বাজি ফাটানো দেখার খুব শখ তার, আর সেকারণেই ট্রেনে চেপে আরেকটু ঘুরে দেখার আনন্দে আচমকাই চলে আসে শিয়ালদহ স্টেশনে। আর শিয়ালদহ আসতেই তার মনে হয় আর হয়তো সে বাড়ি ফিরতে পারবে না। তবুও একবার শেষ চেষ্টা করে সে।

কিন্তু কিছুক্ষণ পরই বাড়ি ফেরার ট্রেনে চাপে রাজ। তবে সে ঠিক লাইনেরই ট্রেনে চেপেছিল কিন্তু সেটা শিয়ালদহ-কাটোয়া লোকাল ছিল। কিছুদূর যাওয়ার পরই সম্বিত ফেরে তার। হুগলির জুবিলী ব্রিজ পার করতেই তার মনে হয় সে ভুল রাস্তায় এসে পড়েছে। তাই সঠিক জানতে হুগলি ঘাট স্টেশনে নেমে পড়ে সে। আর স্টেশনে নেমেই নেমেই দিশাহারা হয়ে পড়ে রাজ। স্টেশনে নেমেই কাঁদতে শুরু করে সে। এলাকাবাসী ও টোটো চালকরা রাজকে দেখার সঙ্গে সঙ্গেই রাজকে নিয়ে চলে আসে চুঁচুড়া আরোগ্যতে।

এরপরই আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত দেখেন বাচ্চাটির হাতে দিদির সুরক্ষা কবচের বেল্ট পড়ানো রয়েছে। সেখানে লেখা মুর্শিদাবাদ ইসলামপুর। এরপরই মুর্শিদাবাদ ইসলামপুরের নেতা-নেত্রীদের ছবি দেখাতেই চিনতে পারে রাজ। পরে ওই এলাকার বিধায়কের সঙ্গে যোগাযোগ করে অবশেষে বাড়ির খোঁজ মেলে রাজের। ইন্দ্রজিৎ জানান, হয়তো তৃণমূলের জনসংযোগের কারণেই বাচ্চাটি সকল নেতা-নেত্রীকে চেনে, আর খুব সহজেই তাকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে। আর হারানো ছেলেকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত রাজের পরিবার। তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

 

 

Related articles

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...

বাংলাদেশের ‘জুলাই বিপ্লবের’ প্রাণহানির দায় কার্যত স্বীকার হাসিনার! ওড়ালেন আর্থিক দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের তথাকথিত জুলাই বিপ্লবের ১৫ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের...

পথকুকুর নিয়ে কড়া সুপ্রিম কোর্ট: প্রশাসনকে আট সপ্তাহের সময়সীমা

পথ কুকুরদের নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে...

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...
Exit mobile version